মাথাব্যথা হলে যা করবেন
গরমের কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সামান্য স্বস্তি দিয়ে ক্ষণিকের বৃষ্টি এলেও ফের গরমের তাপে অস্বস্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ গরমের কারণে কারও কেউ হিট স্ট্রোক কারোর আবার হিট এক্সহউশন হচ্ছে। হিট হেডেক বা সামার হেডেকের কারণে এমনটি ঘটে। অর্থাৎ এমন এক বিশেষ ধরনের মাইগ্রেন যা গরমের কারণে শুরু হয়। এ মাথাব্যথা নিয়ে কাজ করা বেশ মুশকিল। তাই গরমে তীব্র মাথাব্যথার সমস্যায় প্রায়ই ভুগলে সতর্ক হতে হবে ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
* কেন এ সমস্যা হয়
সাধারণত সূর্যরশ্মি সরাসরি মাথায় বা চোখে পড়লে ব্যথাটা হয়। এ ছাড়াও গরমের কারণে শরীরে পানির ঘাটতি দেখে দিলেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। এমনকি হিট এক্সহউশন বা হিট ক্র্যাম্পে আক্রান্ত হলেও এ সমস্যায় ভুগতে পারেন। তাই গরমে এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবারই।
এ ধরনের সমস্যা শুরু হলে ওষুধ খাওয়া ছাড়াও ঘরোয়া উপায়ে ব্যথা কমাতে পারেন যেমন-
▶ ব্যথা কমাতে মাথায় ল্যাভেন্ডার বা পিপারমিন্ট এসেনশিয়াল তেল মাখুন।
▶ তীব্র মাথা ব্যথা হলে মাথায় আইস প্যাক দিন।
▶ বিভিন্ন ধরনের ভেষজ চায়ের চুমুক দিন, স্বস্তি মিলবে।
একেই সঙ্গে বাড়ি থেকে বাইরে বের হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন-
▶ ছাতা ব্যবহার করুন।
▶ সানগ্লাস পরুন।
▶ ত্বকে সানস্ক্রিন লাগান।
▶ প্রচুর পরিমাণে পানি পান করুন।
মাথাব্যথা হলে যা করবেন
ডা. চৌধুরী সাইফুল আলম
১০ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গরমের কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সামান্য স্বস্তি দিয়ে ক্ষণিকের বৃষ্টি এলেও ফের গরমের তাপে অস্বস্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ গরমের কারণে কারও কেউ হিট স্ট্রোক কারোর আবার হিট এক্সহউশন হচ্ছে। হিট হেডেক বা সামার হেডেকের কারণে এমনটি ঘটে। অর্থাৎ এমন এক বিশেষ ধরনের মাইগ্রেন যা গরমের কারণে শুরু হয়। এ মাথাব্যথা নিয়ে কাজ করা বেশ মুশকিল। তাই গরমে তীব্র মাথাব্যথার সমস্যায় প্রায়ই ভুগলে সতর্ক হতে হবে ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
* কেন এ সমস্যা হয়
সাধারণত সূর্যরশ্মি সরাসরি মাথায় বা চোখে পড়লে ব্যথাটা হয়। এ ছাড়াও গরমের কারণে শরীরে পানির ঘাটতি দেখে দিলেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। এমনকি হিট এক্সহউশন বা হিট ক্র্যাম্পে আক্রান্ত হলেও এ সমস্যায় ভুগতে পারেন। তাই গরমে এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবারই।
এ ধরনের সমস্যা শুরু হলে ওষুধ খাওয়া ছাড়াও ঘরোয়া উপায়ে ব্যথা কমাতে পারেন যেমন-
▶ ব্যথা কমাতে মাথায় ল্যাভেন্ডার বা পিপারমিন্ট এসেনশিয়াল তেল মাখুন।
▶ তীব্র মাথা ব্যথা হলে মাথায় আইস প্যাক দিন।
▶ বিভিন্ন ধরনের ভেষজ চায়ের চুমুক দিন, স্বস্তি মিলবে।
একেই সঙ্গে বাড়ি থেকে বাইরে বের হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন-
▶ ছাতা ব্যবহার করুন।
▶ সানগ্লাস পরুন।
▶ ত্বকে সানস্ক্রিন লাগান।
▶ প্রচুর পরিমাণে পানি পান করুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023