সর্বজয়া অ্যাওয়ার্ড পেলেন চার নারী
রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬, এইচএসসি ৯৮ ও রঁদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশনের উইমেন্স উইংয়ের উদ্যোগে নারীদের বাৎসরিক মিলনমেলা প্রজাপতি আড্ডা। অনুষ্ঠানে পেশাগত ও সামাজিক কার্যক্রমে সফল চার নারীকে দেওয়া হয় সর্বজয়া অ্যাওয়ার্ড। চিকিৎসায় ডা. ছাবিকুন নাহার, লেখক সাদিয়া সুলতানা, অভিনয়ে ফারজানা ছবি ও সফল উদ্যোক্তা হিসাবে নূর নাহার তৃপ্তির হাতে সর্বজয়া অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আফরোজা পারভীনের সঞ্চালনায় পবিত্র কুরআনের বাণী পাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। নাচ, গান জেনারেল ড্র, র্যাফেল ড্রসহ ছিল নানারকম বিনোদনের আয়োজন। অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন-নুসরাত জাহান সিলভি, আফরোজা পারভীন, আলিফ সানজিদা, হালিমা হোসেন তন্দ্রা ও পারিসা ইসলাম খান, মাকসুদা লিজা, সুরাইয়া শ্যামলি, উম্মে সাদিয়া শাম্মী, মুশফেকা পমি, পাখি মারুফা আক্তার ও সামছুন সোমা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সর্বজয়া অ্যাওয়ার্ড পেলেন চার নারী
রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬, এইচএসসি ৯৮ ও রঁদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশনের উইমেন্স উইংয়ের উদ্যোগে নারীদের বাৎসরিক মিলনমেলা প্রজাপতি আড্ডা। অনুষ্ঠানে পেশাগত ও সামাজিক কার্যক্রমে সফল চার নারীকে দেওয়া হয় সর্বজয়া অ্যাওয়ার্ড। চিকিৎসায় ডা. ছাবিকুন নাহার, লেখক সাদিয়া সুলতানা, অভিনয়ে ফারজানা ছবি ও সফল উদ্যোক্তা হিসাবে নূর নাহার তৃপ্তির হাতে সর্বজয়া অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আফরোজা পারভীনের সঞ্চালনায় পবিত্র কুরআনের বাণী পাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। নাচ, গান জেনারেল ড্র, র্যাফেল ড্রসহ ছিল নানারকম বিনোদনের আয়োজন। অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন-নুসরাত জাহান সিলভি, আফরোজা পারভীন, আলিফ সানজিদা, হালিমা হোসেন তন্দ্রা ও পারিসা ইসলাম খান, মাকসুদা লিজা, সুরাইয়া শ্যামলি, উম্মে সাদিয়া শাম্মী, মুশফেকা পমি, পাখি মারুফা আক্তার ও সামছুন সোমা।