অভিনন্দন

  
২২ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বুশরা আফরিন

‘চিফ হিট অফিসার’ হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের বুশরা আফরিন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার বুশরাকে এ পদে নিয়োগ দিয়েছে।

এশিয়ায় প্রথম চিফ হিট অফিসারও তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি, গ্রিসের এথেন্স, সিয়েরা লিওনের ফ্রিটাউন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মনট্রে শহরে চিফ হিট অফিসার রয়েছেন। বুশরার মতো সবাই নারী। এ পদের লক্ষ্য ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১০০ কোটি মানুষকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করা।

সেঁজুতি সাহা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকাবিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা। ডব্লিউএইচওর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফর ভ্যাকেন্সির অ্যাডভাইজরি কমিটির (পিডিভিএসি) ১৭ সদস্যের মধ্যে তিনি একজন।

সেঁজুতি সাহা বলেন, ‘ডব্লিউএইচওর পিডিভিএসি কমিটির সঙ্গে প্রথম বাংলাদেশি হয়ে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত ও গর্বিত। এটি আমাকে বাংলাদেশ ও এর মতো অন্য দেশগুলোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার সুযোগ দেবে। বাংলাদেশের শিশুরা যেসব রোগে আক্রান্ত হয়, সেসব রোগ নিয়ে কাজ করার উদ্দেশ্যেই দেশে এসেছি। এর জন্য দরকার নতুন ভ্যাকসিন। এ নিয়োগ সেই লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে যাওয়া।’

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন