চলতি বছর মঞ্চে আসবে একগুচ্ছ নতুন নাটক
করোনাভাইরাসকে সঙ্গী করেই গত বছরের শেষের দিকে পুরনো নাটকের পাশাপাশি নতুন নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রাণ ফিরেছে দেশের মঞ্চাঙ্গনে। একুশ সালে ঢাকার মঞ্চাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরও অনেক নতুন নাটক।
এর মধ্যে ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় মঞ্চে আসছে নাটক ‘পেন্ডুলাম’। মাসুম রেজার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এ নাটকের মধ্য দিয়ে দুই যুগ পর মঞ্চে ফিরবেন আফজাল হোসেন। এছাড়া চলতি বছর মঞ্চে আরও তিনটি নতুন নাটক নিয়ে আসছে দেশ নাটক। এর মধ্যে একটি হলো বন্যা মির্জার একক অভিনয়ে নাটক ‘পারো’।
অন্য নাটকগুলো হচ্ছে ‘শক্তিরূপ’ ও ‘পারাপার’। মার্চ মাসে নাট্যজন আতাউর রহমানের নির্দেশনায় সফোক্লিসের ইডিপাস অবলম্বনে নাট্যদল পালাকার মঞ্চে আনবে নতুন একটি নাটক। নাট্যদল বটতলা এ বছর মঞ্চে আনবে নতুন পাঁচটি নাটক। এগুলো হচ্ছে ‘মার্কস ইন সোহো’, ‘যোজনগন্ধা মায়া’, ‘মাই বডি মাই চয়েস’, ‘রাইজ এন্ড শাইন’ ও ‘বাঘ’। চলতি বছরে নতুন দুটি প্রযোজনা মঞ্চে আনবে মণিপুরি থিয়েটার।
মণিপুরি ভাষার জন্য শহিদ এক নারীর কাহিনি নিয়ে ‘শহীদ সুদেষ্ণা’ নাটকটি মঞ্চে আসবে মার্চে। এ বছরের শেষের দিকে আরও একটি প্রযোজনা মঞ্চে আনবে এ সংগঠনটি। দুটি নাটকের রচনা ও নির্দেশনা দেবেন শুভাশিস সিনহা। ২০১৯ সালে মালয়েশিয়াতে ‘এশিয়ান ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল’-এ প্রিমিয়ার-এর এক বছর পর প্রথমবারের মতো ঢাকার মঞ্চে প্রাচ্যনাট নিয়ে আসছে নাটক ‘দ্য আল্টিমেট মাস্ক’।
আজাদ আবুল কালামের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান। এ বছরই মঞ্চে আসছে ভূমি রেপারটরির প্রথম প্রযোজনা নাটক ‘মেঘনাদ বধের পর’। সায়মন জাকারিয়ার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। ড. খন্দকার তাজমি নূরের রচনা ও নির্দেশনায় দৃষ্টিপাত নাট্যদল মঞ্চে আনবে ‘সে এক স্বপ্নের রাত’। এ ছাড়া এইচ আর অনিকের রচনা ও নির্দেশনায় ‘অন্তর সমর’ নামে নাটক নিয়ে আসছে চন্দ্রকলা থিয়েটার।
এরই সঙ্গে শান্তিনগর থিয়েটার (জয়পুরহাট) মঞ্চে আনবে নাটক ‘লিওনার্দো দা ভিঞ্চি’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। করোনার কারণে নতুন-পুরাতন অনেক নাট্যদলই নতুনভাবে নাটক মঞ্চায়নের পরিকল্পনা করেনি এখনো। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে কাজ করছে না অনেক নাট্য সংগঠন। অপরদিকে নতুন বছরে বিগত বছরে মঞ্চে আসা নতুন নাটকগুলো মঞ্চায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন নাট্যদল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চলতি বছর মঞ্চে আসবে একগুচ্ছ নতুন নাটক
করোনাভাইরাসকে সঙ্গী করেই গত বছরের শেষের দিকে পুরনো নাটকের পাশাপাশি নতুন নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রাণ ফিরেছে দেশের মঞ্চাঙ্গনে। একুশ সালে ঢাকার মঞ্চাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরও অনেক নতুন নাটক।
এর মধ্যে ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় মঞ্চে আসছে নাটক ‘পেন্ডুলাম’। মাসুম রেজার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এ নাটকের মধ্য দিয়ে দুই যুগ পর মঞ্চে ফিরবেন আফজাল হোসেন। এছাড়া চলতি বছর মঞ্চে আরও তিনটি নতুন নাটক নিয়ে আসছে দেশ নাটক। এর মধ্যে একটি হলো বন্যা মির্জার একক অভিনয়ে নাটক ‘পারো’।
অন্য নাটকগুলো হচ্ছে ‘শক্তিরূপ’ ও ‘পারাপার’। মার্চ মাসে নাট্যজন আতাউর রহমানের নির্দেশনায় সফোক্লিসের ইডিপাস অবলম্বনে নাট্যদল পালাকার মঞ্চে আনবে নতুন একটি নাটক। নাট্যদল বটতলা এ বছর মঞ্চে আনবে নতুন পাঁচটি নাটক। এগুলো হচ্ছে ‘মার্কস ইন সোহো’, ‘যোজনগন্ধা মায়া’, ‘মাই বডি মাই চয়েস’, ‘রাইজ এন্ড শাইন’ ও ‘বাঘ’। চলতি বছরে নতুন দুটি প্রযোজনা মঞ্চে আনবে মণিপুরি থিয়েটার।
মণিপুরি ভাষার জন্য শহিদ এক নারীর কাহিনি নিয়ে ‘শহীদ সুদেষ্ণা’ নাটকটি মঞ্চে আসবে মার্চে। এ বছরের শেষের দিকে আরও একটি প্রযোজনা মঞ্চে আনবে এ সংগঠনটি। দুটি নাটকের রচনা ও নির্দেশনা দেবেন শুভাশিস সিনহা। ২০১৯ সালে মালয়েশিয়াতে ‘এশিয়ান ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল’-এ প্রিমিয়ার-এর এক বছর পর প্রথমবারের মতো ঢাকার মঞ্চে প্রাচ্যনাট নিয়ে আসছে নাটক ‘দ্য আল্টিমেট মাস্ক’।
আজাদ আবুল কালামের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান। এ বছরই মঞ্চে আসছে ভূমি রেপারটরির প্রথম প্রযোজনা নাটক ‘মেঘনাদ বধের পর’। সায়মন জাকারিয়ার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। ড. খন্দকার তাজমি নূরের রচনা ও নির্দেশনায় দৃষ্টিপাত নাট্যদল মঞ্চে আনবে ‘সে এক স্বপ্নের রাত’। এ ছাড়া এইচ আর অনিকের রচনা ও নির্দেশনায় ‘অন্তর সমর’ নামে নাটক নিয়ে আসছে চন্দ্রকলা থিয়েটার।
এরই সঙ্গে শান্তিনগর থিয়েটার (জয়পুরহাট) মঞ্চে আনবে নাটক ‘লিওনার্দো দা ভিঞ্চি’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। করোনার কারণে নতুন-পুরাতন অনেক নাট্যদলই নতুনভাবে নাটক মঞ্চায়নের পরিকল্পনা করেনি এখনো। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে কাজ করছে না অনেক নাট্য সংগঠন। অপরদিকে নতুন বছরে বিগত বছরে মঞ্চে আসা নতুন নাটকগুলো মঞ্চায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন নাট্যদল।