কেকের মৃত্যুতে এখনো শনির দশা কাটেনি রূপঙ্করের!
তারা ঝিলমিল ডেস্ক
১৬ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বলিউডের গায়ক কেকের (কৃষ্ণকৃমার কুন্নাথ) মৃত্যুকে ঘিরে ভারতজুড়ে রীতিমতো খলনায়কে পরিণত হয়েছেন কলকাতার প্রখ্যাত গায়ক রূপঙ্কর বাগচি। কেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এক পক্ষকাল হয়ে গেল; কিন্তু রূপঙ্করের শনির দশা কাটছে না। প্রতিদিন নিত্যনতুন সমস্যায় জড়াচ্ছেন। এবার সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে একেবারে নেটমাধ্যম থেকেই দূরে সরে গেলেন এ গায়ক। সমস্যার শুরু আসলে কেকের মৃত্যুর দিন থেকে। কলকাতায় স্টেজ শো করতে এসেছিলেন কেকে। কিন্তু তার আগের দিন রূপঙ্কর এক ভিডিওর মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘হু ইজ কেকে?’ আর স্টেজ শোয়ের পারফরম শেষে সেদিন রাতেই হার্ট অ্যাটাকে মারা যান কেকে! ব্যস, তাতেই উল্টে গেছে পুরো চিত্র। মাত্র একটি মন্তব্যের কারণে গায়ক থেকে একেবারে খলনায়কে পরিণত হয়েছেন রূপঙ্কর বাগচি। প্রত্যেক ক্ষেত্রেই হেনস্তার শিকার হচ্ছেন এ গায়ক। যদিও সেই ভিডিও ফেসবুক থেকে মুছে দিয়েছেন অনেক আগেই। চেয়েছেন লিখিত ক্ষমাও। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। ক্ষত চিহ্নটা বয়ে বেড়াতেই হচ্ছে তাকে। স্টেজ শো তো বটে, সিনেমার গান থেকেও বাদ পড়ছেন একে একে। মানসিকভাবে ভেঙেও পড়েছেন তিনি। তাই আপাতত ইন্টারনেটের সব মাধ্যম থেকে বিরতি নিচ্ছেন তিনি। যদিও এ বিরতির কারণ হিসাবে রূপঙ্কর বলেছেন, ‘মানসিক চাপ এখন অনেকটা কমেছে। আমার মনে হয়েছে এসব কিছু থেকে দূরে থাকা ভালো।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেকের মৃত্যুতে এখনো শনির দশা কাটেনি রূপঙ্করের!
বলিউডের গায়ক কেকের (কৃষ্ণকৃমার কুন্নাথ) মৃত্যুকে ঘিরে ভারতজুড়ে রীতিমতো খলনায়কে পরিণত হয়েছেন কলকাতার প্রখ্যাত গায়ক রূপঙ্কর বাগচি। কেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এক পক্ষকাল হয়ে গেল; কিন্তু রূপঙ্করের শনির দশা কাটছে না। প্রতিদিন নিত্যনতুন সমস্যায় জড়াচ্ছেন। এবার সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে একেবারে নেটমাধ্যম থেকেই দূরে সরে গেলেন এ গায়ক। সমস্যার শুরু আসলে কেকের মৃত্যুর দিন থেকে। কলকাতায় স্টেজ শো করতে এসেছিলেন কেকে। কিন্তু তার আগের দিন রূপঙ্কর এক ভিডিওর মাধ্যমে প্রশ্ন তোলেন, ‘হু ইজ কেকে?’ আর স্টেজ শোয়ের পারফরম শেষে সেদিন রাতেই হার্ট অ্যাটাকে মারা যান কেকে! ব্যস, তাতেই উল্টে গেছে পুরো চিত্র। মাত্র একটি মন্তব্যের কারণে গায়ক থেকে একেবারে খলনায়কে পরিণত হয়েছেন রূপঙ্কর বাগচি। প্রত্যেক ক্ষেত্রেই হেনস্তার শিকার হচ্ছেন এ গায়ক। যদিও সেই ভিডিও ফেসবুক থেকে মুছে দিয়েছেন অনেক আগেই। চেয়েছেন লিখিত ক্ষমাও। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। ক্ষত চিহ্নটা বয়ে বেড়াতেই হচ্ছে তাকে। স্টেজ শো তো বটে, সিনেমার গান থেকেও বাদ পড়ছেন একে একে। মানসিকভাবে ভেঙেও পড়েছেন তিনি। তাই আপাতত ইন্টারনেটের সব মাধ্যম থেকে বিরতি নিচ্ছেন তিনি। যদিও এ বিরতির কারণ হিসাবে রূপঙ্কর বলেছেন, ‘মানসিক চাপ এখন অনেকটা কমেছে। আমার মনে হয়েছে এসব কিছু থেকে দূরে থাকা ভালো।’