মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না
সাক্ষাৎকার
সোহেল আহসান
২৩ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এখনো অভিনয়ে সক্রিয়। সিনেমার পাশাপাশি মাঝে মধ্যে নাটকেও তাকে দেখা যায়। এ ছাড়া সাংগঠনিক কাজেও রয়েছে ব্যস্ততা। এসব বিষয় নিয়েই যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** আমার নিজস্ব বিজ্ঞাপনী সংস্থার কাজ নিয়েই ব্যস্ত আছি। প্রতিদিন অফিস করছি। এরপর যে সময়টুকু থাকে তা পরিবারের সদস্যদের নিয়ে কাটাই।
* কুরবানির ঈদের জন্য কোনো কাজ করছেন?
** এখনো করিনি। নাটকের জন্য অনেক গল্প পেয়েছি। কিন্তু সেগুলোতে কাজ করার জন্য আমার মন টানে না। সিনেমার ক্ষেত্রেও একই অবস্থা। এমনিতে আমি অভিনয়ে খুব বেশি ব্যস্ত থাকি না। মানসম্মত এবং পছন্দের বাইরের কোনো কাজ করি না। শুধু টাকার জন্য অভিনয় করতে ভালো লাগে না। সচরাচর মনের মতো গল্প পাচ্ছি না। তাই নিজের প্রতিষ্ঠানের কাজেই ব্যস্ত থাকছি।
* ‘রেডিও’ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। সেটির কাজ কতদূর?
** অনন্য মামুনের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। শুটিংও হয়েছে খুব সুন্দর লোকেশনে। শুরুর দিকের শুটিং হয়েছে মানিকগঞ্জের নদী তীরবর্তী একটি জায়গায়। প্রকৃতির সান্নিধ্যে বেশ মানসিক প্রশান্তি নিয়েই কাজটি করেছি। এ সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আমার বিশ্বাস, এটি দর্শক পছন্দ করবেন।
* ‘অপারেশন সুন্দরবন’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। সেটি কবে মুক্তি পাবে?
** দীপঙ্কর দীপনের পরিচালনায় একটি অ্যাকশনধর্মী সিনেমা এটি। আমি এখানে একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সুন্দরবন এবং খুলনার বেশ কয়েকটি লোকেশনে এটির শুটিং হয়েছিল। এ ধরনের গল্পের সিনেমায় এর আগে কখনো অভিনয় করিনি। কিছুদিন আগে শুনেছি, এটি নাকি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রযোজক ও পরিচালকের ওপর। আমি শুধু একজন অভিনেতা মাত্র।
* মাঝে মধ্যে নাটকেও অভিনয় করতে দেখা যায় আপনাকে। এ মাধ্যমে নিয়মিত কাজ করেন না কেন?
** ভালো গল্পের নাটকের প্রস্তাব পেলে অভিনয় করি। যেমন গত ঈদে ‘বরফগলা গরম’ নামের একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছি। এটি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হয়েছে। এ সময়ে এসে শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না।
* এভাবে যদি কাজ থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে এক সময় নির্মাতারা আর আপনার কাছে কাজের প্রস্তাবই তো পাঠাবে না?
** এ নিয়েও আমার আলাদা করে চিন্তা নেই। দীর্ঘ সময় ধরে একটু একটু করে নিজেকে অভিনয়শিল্পী হিসাবে তৈরি করেছি। আমার আজকের অবস্থানে আসার পেছনে দর্শকের অবদান রয়েছে অনেকখানি। তারা যেন আমার গড়পড়তা অভিনয় দেখে বিব্রত না হন, সেই চিন্তাই করি সব সময়। তা ছাড়া সারা জীবন অভিনয় করতে হবে এমনও কথা নেই। কিছু সিগনেচার কাজ করলেই যথেষ্ট। এখন সেটা নিয়েই চিন্তা করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাক্ষাৎকার
মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এখনো অভিনয়ে সক্রিয়। সিনেমার পাশাপাশি মাঝে মধ্যে নাটকেও তাকে দেখা যায়। এ ছাড়া সাংগঠনিক কাজেও রয়েছে ব্যস্ততা। এসব বিষয় নিয়েই যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** আমার নিজস্ব বিজ্ঞাপনী সংস্থার কাজ নিয়েই ব্যস্ত আছি। প্রতিদিন অফিস করছি। এরপর যে সময়টুকু থাকে তা পরিবারের সদস্যদের নিয়ে কাটাই।
* কুরবানির ঈদের জন্য কোনো কাজ করছেন?
** এখনো করিনি। নাটকের জন্য অনেক গল্প পেয়েছি। কিন্তু সেগুলোতে কাজ করার জন্য আমার মন টানে না। সিনেমার ক্ষেত্রেও একই অবস্থা। এমনিতে আমি অভিনয়ে খুব বেশি ব্যস্ত থাকি না। মানসম্মত এবং পছন্দের বাইরের কোনো কাজ করি না। শুধু টাকার জন্য অভিনয় করতে ভালো লাগে না। সচরাচর মনের মতো গল্প পাচ্ছি না। তাই নিজের প্রতিষ্ঠানের কাজেই ব্যস্ত থাকছি।
* ‘রেডিও’ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। সেটির কাজ কতদূর?
** অনন্য মামুনের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। শুটিংও হয়েছে খুব সুন্দর লোকেশনে। শুরুর দিকের শুটিং হয়েছে মানিকগঞ্জের নদী তীরবর্তী একটি জায়গায়। প্রকৃতির সান্নিধ্যে বেশ মানসিক প্রশান্তি নিয়েই কাজটি করেছি। এ সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আমার বিশ্বাস, এটি দর্শক পছন্দ করবেন।
* ‘অপারেশন সুন্দরবন’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। সেটি কবে মুক্তি পাবে?
** দীপঙ্কর দীপনের পরিচালনায় একটি অ্যাকশনধর্মী সিনেমা এটি। আমি এখানে একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সুন্দরবন এবং খুলনার বেশ কয়েকটি লোকেশনে এটির শুটিং হয়েছিল। এ ধরনের গল্পের সিনেমায় এর আগে কখনো অভিনয় করিনি। কিছুদিন আগে শুনেছি, এটি নাকি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রযোজক ও পরিচালকের ওপর। আমি শুধু একজন অভিনেতা মাত্র।
* মাঝে মধ্যে নাটকেও অভিনয় করতে দেখা যায় আপনাকে। এ মাধ্যমে নিয়মিত কাজ করেন না কেন?
** ভালো গল্পের নাটকের প্রস্তাব পেলে অভিনয় করি। যেমন গত ঈদে ‘বরফগলা গরম’ নামের একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছি। এটি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হয়েছে। এ সময়ে এসে শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না।
* এভাবে যদি কাজ থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে এক সময় নির্মাতারা আর আপনার কাছে কাজের প্রস্তাবই তো পাঠাবে না?
** এ নিয়েও আমার আলাদা করে চিন্তা নেই। দীর্ঘ সময় ধরে একটু একটু করে নিজেকে অভিনয়শিল্পী হিসাবে তৈরি করেছি। আমার আজকের অবস্থানে আসার পেছনে দর্শকের অবদান রয়েছে অনেকখানি। তারা যেন আমার গড়পড়তা অভিনয় দেখে বিব্রত না হন, সেই চিন্তাই করি সব সময়। তা ছাড়া সারা জীবন অভিনয় করতে হবে এমনও কথা নেই। কিছু সিগনেচার কাজ করলেই যথেষ্ট। এখন সেটা নিয়েই চিন্তা করছি।