অবশেষে সেন্সরে জমা হলো রোজিনার ফিরে দেখা
তারা ঝিলমিল প্রতিবেদক
৩০ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চিত্রনায়িকা রোজিনা গত দুবছর ধরে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার সব প্রক্রিয়া শেষে ২৯ জুন এটি সেন্সর বোর্ডে জমা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সেন্সর হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করবেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্সরে জমা দেওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি সিনেমাটি দেখেছে। সেখানে যারা সিনেমাটি দেখেছেন তাদের প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন।
তবে আমি চূড়ান্ত মূল্যায়নের ভার দর্শকের ওপর দিয়ে রাখছি। তারা যে রায় দেবেন সেটাই চূড়ান্ত। যেহেতু এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি এলাকার সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে; তাই মুক্তিযুদ্ধের আবহের সময়েই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।
বিশেষ করে আগামী ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।’ এদিকে এ অভিনেত্রী আগামী ঈদের জন্য নির্মিত একাধিক টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য সম্প্রতি একটি সম্মাননাও পেয়েছেন রোজিনা। চলতি বছরেই নতুন আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবশেষে সেন্সরে জমা হলো রোজিনার ফিরে দেখা
চিত্রনায়িকা রোজিনা গত দুবছর ধরে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার সব প্রক্রিয়া শেষে ২৯ জুন এটি সেন্সর বোর্ডে জমা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সেন্সর হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করবেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্সরে জমা দেওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি সিনেমাটি দেখেছে। সেখানে যারা সিনেমাটি দেখেছেন তাদের প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন।
তবে আমি চূড়ান্ত মূল্যায়নের ভার দর্শকের ওপর দিয়ে রাখছি। তারা যে রায় দেবেন সেটাই চূড়ান্ত। যেহেতু এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি এলাকার সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে; তাই মুক্তিযুদ্ধের আবহের সময়েই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।
বিশেষ করে আগামী ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।’ এদিকে এ অভিনেত্রী আগামী ঈদের জন্য নির্মিত একাধিক টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য সম্প্রতি একটি সম্মাননাও পেয়েছেন রোজিনা। চলতি বছরেই নতুন আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।