ধারাবাহিকে ফিরলেন শানারেই দেবী শানু

 তারা ঝিলমিল প্রতিবেদক 
১১ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মডেল ও অভিনেত্রী শানারেই দেবী শানু ইদানীং অভিনয়ে ব্যস্ততা বৃদ্ধি করেছেন। গত ঈদে কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে লেখালেখির ব্যস্ততা এবং করোনা পরিস্থিতির কারণে অভিনয়ের গতি কিছুটা কম ছিল তার। সেসব ব্যস্ততা শেষ করে এবার অভিনয়ের প্রতি মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী। ফিরেছেন ধারাবাহিক নাটকে। বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শানু। একটির নাম ‘রঙের মানুষ ঢঙের খেলা’। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান। প্রচার হচ্ছে চ্যানেল আইতে। আরেকটি নাটকের নাম ‘অল ইন ওয়ান’। অভ্র মাহমুদের পরিচালনায় নির্মিত এ নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে শানু বলেন, ‘আসলে নানা কারণেই অভিনয় কম করেছি দীর্ঘ সময়। মাঝে মধ্যে একখণ্ডের নাটকে অভিনয় করলেও ধারাবাহিক নাটক সেভাবে করা হয়নি অনেকদিন। সম্প্রতি দুটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছি। নাটক দুটি প্রচারে আসার পর থেকে দর্শকের কাছ থেকে সাড়া ও উৎসাহ পাচ্ছি। এখন থেকে অভিনয়ে নিয়মিত কাজ করব। কারণ, অভিনয়ের জন্যই সবার কাছে প্রথম পরিচিতি পাই। আশা করছি পরিকল্পনা মতোই কাজ করতে পারব।’ এদিকে লেখক হিসাবেও শানুর আলাদা পরিচিতি তৈরি হয়েছে। প্রতি বছর গ্রন্থমেলায় কবিতা ও উপন্যাস প্রকাশ করছেন তিনি। এ ছাড়া গীতিকার হিসাবেও কিছুদিন আগে অভিষেক হয়েছে তার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন