সিনেমায় ফিরছেন তৌকীর
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর এখন বাংলাদেশ ও আমেরিকা-দুদেশেই বসবাস করেন। তবে গত দুই মাসেরও বেশি সময় তিনি দেশেই অবস্থান করছেন। এ সময় তিনি ব্যস্ত হয়েছেন নাটকে অভিনয় নিয়ে। অভিনয় করেছেন একটি একক নাটক ও একটি পাঁচ পর্বের ওয়েব নাটকে। এদিকে আমেরিকায় যাওয়ার আগে চিত্রনায়িকা তমা মির্জার প্রযোজনা সংস্থার সঙ্গে একটি একক নাটকে নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেটির কাজও শুরু করবেন শিগ্গির। পাশাপাশি সিনেমাপ্রেমীদেরও সুখবর দিয়েছেন তৌকীর। নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। তবে এটা নিয়ে বিস্তারিত এখনই বলতে চাইছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সিনেমা বানাতে হলে অনেক প্রস্তুতি দরকার। সে কাজই করছি। এ সিনেমার গল্প, চরিত্র কিংবা কারা এতে অভিনয় করবেন এসব এখনই বলব না। ২০২৩ সালের প্রথম দিকেই কাজ শুরু করার ইচ্ছা আছে। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।’ উল্লেখ্য, তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ ২০২১ সালের ২৬ মার্চ মুক্তি পায়। সিনেমাটি দর্শক মহলে প্রশংসিত হয়। অন্যদিকে তার নির্মিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘রূপালী জোছনায়’ গত বছর একটি টিভি চ্যানেল প্রচার হয়। সামনে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করার চিন্তা করছেন বলেও তিনি জানিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিনেমায় ফিরছেন তৌকীর
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর এখন বাংলাদেশ ও আমেরিকা-দুদেশেই বসবাস করেন। তবে গত দুই মাসেরও বেশি সময় তিনি দেশেই অবস্থান করছেন। এ সময় তিনি ব্যস্ত হয়েছেন নাটকে অভিনয় নিয়ে। অভিনয় করেছেন একটি একক নাটক ও একটি পাঁচ পর্বের ওয়েব নাটকে। এদিকে আমেরিকায় যাওয়ার আগে চিত্রনায়িকা তমা মির্জার প্রযোজনা সংস্থার সঙ্গে একটি একক নাটকে নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেটির কাজও শুরু করবেন শিগ্গির। পাশাপাশি সিনেমাপ্রেমীদেরও সুখবর দিয়েছেন তৌকীর। নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। তবে এটা নিয়ে বিস্তারিত এখনই বলতে চাইছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সিনেমা বানাতে হলে অনেক প্রস্তুতি দরকার। সে কাজই করছি। এ সিনেমার গল্প, চরিত্র কিংবা কারা এতে অভিনয় করবেন এসব এখনই বলব না। ২০২৩ সালের প্রথম দিকেই কাজ শুরু করার ইচ্ছা আছে। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।’ উল্লেখ্য, তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ ২০২১ সালের ২৬ মার্চ মুক্তি পায়। সিনেমাটি দর্শক মহলে প্রশংসিত হয়। অন্যদিকে তার নির্মিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘রূপালী জোছনায়’ গত বছর একটি টিভি চ্যানেল প্রচার হয়। সামনে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করার চিন্তা করছেন বলেও তিনি জানিয়েছেন।