ভাইরাল তারকা নিয়ে সুনীলের ক্ষোভ

 তারা ঝিলমিল ডেস্ক 
০১ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

‘আজকাল সব জায়গায় তারকাদের দেখা যায়। যেখানেই যান একটা ছবি নিতেই হবে’-নিজের অভিনীত একটি ওয়েব সিরিজের প্রচারণার সময় অনেকটা ক্ষোভ থেকে এ কথা বলেন বলিউড অভিনেতা সুনীল শেঠী। তিনি বলেন, ‘এখন যেখানে যাওয়া যায় সেখানে সুপারস্টাররা আছেন। কখনো এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়, কখনো বা জিম থেকে বের হওয়ার সময়। এখন গোসল থেকে বের হওয়ার সময়ও তারকাদের দেখা যায়। রেস্টুরেন্টে গেলে কিংবা নিজের পোষা প্রাণী নিয়ে বের হলেও ছবি তুলেই প্রচার করে দেন। আপনি যখন একটা জিনিস চোখের সামনে বারবার দেখে ফেলবেন তখন ওই জিনিসের ওপর আপনার আকর্ষণ কমে যাবে। একটা সময় সে আকর্ষণ থাকবেও না। হয়তো ভাইরাল হচ্ছেন, কিন্তু কতদিন বেঁচে থাকবেন দর্শক হৃদয়ে?’ অনেকেই মনে করেন, নব্বই দশকের প্রজন্মরাই বলিউডের শেষ সুপারস্টার। এ ভাবনাকে আগে আমলে না আনলেও সুনীল শেঠী এখন সেটি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘এটা ঠিক যে সুপারস্টার বলতে যা বোঝায় তারা অধিকাংশই নব্বই দশকের। এর পর খুব একটা সুপারস্টার তৈরি হয়নি।’ উদাহরণ দিতে গিয়ে সুনীল বলেন, ‘রণবীর কাপুর, ট্রাইগার শ্রফ, রণবীর সিং প্রমুখদের স্টার বলা যায়। তাদের আরও বেশি করে দর্শকদের কাছে পৌঁছাতে হবে।’ সম্প্রতি ‘ধারাবি ব্যাংক’ নামে একটি সিরিজের প্রচারণায় অংশ নিচ্ছেন সুনীল। সিরিজটি এমএক্স প্লেয়ার প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে। উল্লেখ্য, বলিউড সুপারস্টার সুনীল শেঠী সম্প্রতি ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন। ১৯৯২ সালে তিনি ‘বলবান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন