নতুন দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন বিউটি
তারা ঝিলমিল প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফোক গানের জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটি। রিয়েলিটি শো থেকে উঠে আসা এ সংগীতশিল্পী দীর্ঘ সময় সংগীত সাধনা নিয়েই ব্যস্ত আছেন। মূলত লালনের গান নিয়ে বেশি কাজ করলেও তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান। করেছেন প্লেব্যাকও। সম্প্রতি বাংলাদেশ বেতারের জন্য একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। ‘বাড়ির পাশে বাড়ি’ শিরোনামের এ গানটি লিখেছেন সাইফুল ওয়াদুদ, সুর করেছেন আব্দুর রাজ্জাক। নতুন দেশাত্মবোধক গান প্রসঙ্গে বিউটি বলেন, ‘আমি বরাবরই গানের কথাকে গুরুত্ব দেই। কারণ এর মাধ্যমেই গানের আসল বিষয়টি ফুটে ওঠে। সুরের মাধ্যমে সেই কথা মানুষের অন্তরে গেঁথে যায়। নতুন যে দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছি এর কথা ও সুর খুব ভালো লেগেছে। রেকর্ডিংয়ের সময় ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গানটি বাংলাদেশ বেতারে শিগ্গির প্রচার হবে বলে তিনি জানান। এর আগে বিউটি বাংলাদেশ বেতারের জন্য ‘দেশটা আমার কবিয়াল’, ও ‘কইরে আমার একতারাটা’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন। আগামীতে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার কথা চলছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পাশাপাশি দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন বিউটি
ফোক গানের জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটি। রিয়েলিটি শো থেকে উঠে আসা এ সংগীতশিল্পী দীর্ঘ সময় সংগীত সাধনা নিয়েই ব্যস্ত আছেন। মূলত লালনের গান নিয়ে বেশি কাজ করলেও তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান। করেছেন প্লেব্যাকও। সম্প্রতি বাংলাদেশ বেতারের জন্য একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। ‘বাড়ির পাশে বাড়ি’ শিরোনামের এ গানটি লিখেছেন সাইফুল ওয়াদুদ, সুর করেছেন আব্দুর রাজ্জাক। নতুন দেশাত্মবোধক গান প্রসঙ্গে বিউটি বলেন, ‘আমি বরাবরই গানের কথাকে গুরুত্ব দেই। কারণ এর মাধ্যমেই গানের আসল বিষয়টি ফুটে ওঠে। সুরের মাধ্যমে সেই কথা মানুষের অন্তরে গেঁথে যায়। নতুন যে দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছি এর কথা ও সুর খুব ভালো লেগেছে। রেকর্ডিংয়ের সময় ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গানটি বাংলাদেশ বেতারে শিগ্গির প্রচার হবে বলে তিনি জানান। এর আগে বিউটি বাংলাদেশ বেতারের জন্য ‘দেশটা আমার কবিয়াল’, ও ‘কইরে আমার একতারাটা’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন। আগামীতে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার কথা চলছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পাশাপাশি দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে।