বিশ্বকাপের প্রভাব : বিজয় দিবস উপলক্ষ্যে নতুন গান সীমিত
তারা ঝিলমিল প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পীরা নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করে থাকেন। তবে এবার, ডিসেম্বরের আগেই শুরু হয়েছে ফুটবল খেলার সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২’। সে কারণে বেশিরভাগ শিল্পী বিশ্বকাপ ফুটবল নিয়ে গান প্রকাশ করতে ব্যস্ত হয়েছেন। বিজয় দিবস নিয়ে নাটক, ওয়েব সিরিজ প্রচারের প্রস্তুতি থাকলেও এ বছর বিজয় দিবসকে কেন্দ্র করে দেশাত্মবোধক গান না থাকার বিষয়টিও চোখে পড়ার মতো। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ জনপ্রিয় শিল্পী দেশ ও বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। প্রকাশ করছেন না দেশাত্মবোধক কিংবা বিজয় দিবস উপলক্ষ্যে কোনো নতুন গান।
এই না থাকার মধ্যেও আশার আলো দেখিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি নতুন একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। প্রয়াত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘যদি প্রশ্ন করো’ শিরোনামের এ গানটির সুর করেছেন শফিক তুহিন ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। এটি শিগ্গির প্রকাশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোক গানের জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটি সম্প্রতি নতুন তিনটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। ‘বাড়ির পাশে বাড়ি’, ‘দেশটা আমার কবিয়াল’, ও ‘কইরে আমার একতারাটা’ শিরোনামের তিনটি গান শিগ্গির বাংলাদেশ বেতারে প্রচার হবে বলে জানিয়েছেন এ শিল্পী।
অন্যদিকে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররা জানান, বিজয় দিবস উপলক্ষ্যে সিনিয়র শিল্পীদের গাওয়া কয়েকটি গান নতুনভাবে ভিডিও তৈরি করে প্রকাশ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপের প্রভাব : বিজয় দিবস উপলক্ষ্যে নতুন গান সীমিত
প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পীরা নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করে থাকেন। তবে এবার, ডিসেম্বরের আগেই শুরু হয়েছে ফুটবল খেলার সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২’। সে কারণে বেশিরভাগ শিল্পী বিশ্বকাপ ফুটবল নিয়ে গান প্রকাশ করতে ব্যস্ত হয়েছেন। বিজয় দিবস নিয়ে নাটক, ওয়েব সিরিজ প্রচারের প্রস্তুতি থাকলেও এ বছর বিজয় দিবসকে কেন্দ্র করে দেশাত্মবোধক গান না থাকার বিষয়টিও চোখে পড়ার মতো। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ জনপ্রিয় শিল্পী দেশ ও বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। প্রকাশ করছেন না দেশাত্মবোধক কিংবা বিজয় দিবস উপলক্ষ্যে কোনো নতুন গান।
এই না থাকার মধ্যেও আশার আলো দেখিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি নতুন একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। প্রয়াত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘যদি প্রশ্ন করো’ শিরোনামের এ গানটির সুর করেছেন শফিক তুহিন ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। এটি শিগ্গির প্রকাশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোক গানের জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটি সম্প্রতি নতুন তিনটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। ‘বাড়ির পাশে বাড়ি’, ‘দেশটা আমার কবিয়াল’, ও ‘কইরে আমার একতারাটা’ শিরোনামের তিনটি গান শিগ্গির বাংলাদেশ বেতারে প্রচার হবে বলে জানিয়েছেন এ শিল্পী।
অন্যদিকে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররা জানান, বিজয় দিবস উপলক্ষ্যে সিনিয়র শিল্পীদের গাওয়া কয়েকটি গান নতুনভাবে ভিডিও তৈরি করে প্রকাশ করা হবে।