অপ্রতিরোধ্য জয়া
jugantor
অপ্রতিরোধ্য জয়া

  তারা ঝিলমিল প্রতিবেদক  

২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

অনেকে বলেন বয়স তার পঞ্চাশ ছুঁই ছুঁই। অন্যদিকে উইকিপিডিয়া বলছে এখনো চল্লিশের ঘরেই পৌঁছায়নি। যদিও ‘অনেকের’ বলাটাকে মোটেই ভালো চোখে দেখেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বয়স যাই হোক না কেন, মানুষের ক্ষেত্রে ‘চল্লিশ পেরোলেই চালশে’ হওয়ার প্রচলিত যে মতবাদ রয়েছে সেটা এক তুড়িতেই উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। ‘চালশে’ নয়, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপ-যৌবন যেন বেড়েই চলেছে। যার রূপের ছটায় ঘুম ছুটে যায় ভক্তদের। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে যেসব ছবি পোস্ট করেছেন, তাতেই প্রমাণ করে জয়া এখনো অনেক দূর দৌড়ানোর জন্য প্রস্তুত। সেই দৌড়ে কলকাতার রাস্তা মাড়িয়েছেন অনেকবার। সম্প্রতি পৌঁছে গেছেন বলিউডেও। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সঙ্গে রয়েছেন ‘দিল বেচারা’খ্যাত সাঞ্জনা সাঙ্ঘি। সিনেমার নাম ‘করক সিং’।

জয়ার বলিউড অভিষেক সিনেমার পরিচালক ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী। অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বলিউডে পা রাখতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। গত বছরের শেষদিকে নিজেই জানালেন সে খবর। শুটিংও করে ফেলেছেন। এ সিনেমার গল্প একটি ভেঙে যাওয়া পরিবারের আবার এক হওয়ার। কেমন ছিল জয়ার বলিউড যাত্রা? তিনি জানিয়েছেন, কলকাতার বাংলা সিনেমা তো অনেক হলো। হিন্দি সিনেমায়ও কাজ করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। বিশেষ করে অনিরুদ্ধ রায় চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। ক্যারিয়ারে প্রথম হিন্দি সিনেমাতেই তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি।’ জয়া বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি সিনেমা। আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, আর পঙ্কজ ত্রিপাঠি সহশিল্পী-এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ওদের সঙ্গেই তো কাজ করার জন্য মুখিয়ে ছিলাম।’

জয়া দেখিয়ে দিয়েছেন তিনি অপ্রতিরোধ্য। বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। সেটা যাই হোক না কেন! যেন বলতে চেয়েছেন, সবে তো শুরু, দেখই না কি হয়! এর আগে কলকাতার ‘বিজিয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, সেরা অভিনেত্রী হিসাবে। ‘কালান্তর’ নামে কলকাতার একটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। ভারতে দারুণ ব্যস্ত অভিনেত্রী জয়ার কিন্তু বাংলাদেশেও রয়েছে কাজ শেষ হওয়া সিনেমা। নাম ‘পেয়ারার সুবাস’। এটিও মুক্তি পাবে শিগ্গির।

অপ্রতিরোধ্য জয়া

 তারা ঝিলমিল প্রতিবেদক 
২৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

অনেকে বলেন বয়স তার পঞ্চাশ ছুঁই ছুঁই। অন্যদিকে উইকিপিডিয়া বলছে এখনো চল্লিশের ঘরেই পৌঁছায়নি। যদিও ‘অনেকের’ বলাটাকে মোটেই ভালো চোখে দেখেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বয়স যাই হোক না কেন, মানুষের ক্ষেত্রে ‘চল্লিশ পেরোলেই চালশে’ হওয়ার প্রচলিত যে মতবাদ রয়েছে সেটা এক তুড়িতেই উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। ‘চালশে’ নয়, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপ-যৌবন যেন বেড়েই চলেছে। যার রূপের ছটায় ঘুম ছুটে যায় ভক্তদের। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে যেসব ছবি পোস্ট করেছেন, তাতেই প্রমাণ করে জয়া এখনো অনেক দূর দৌড়ানোর জন্য প্রস্তুত। সেই দৌড়ে কলকাতার রাস্তা মাড়িয়েছেন অনেকবার। সম্প্রতি পৌঁছে গেছেন বলিউডেও। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সঙ্গে রয়েছেন ‘দিল বেচারা’খ্যাত সাঞ্জনা সাঙ্ঘি। সিনেমার নাম ‘করক সিং’।

জয়ার বলিউড অভিষেক সিনেমার পরিচালক ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী। অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বলিউডে পা রাখতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। গত বছরের শেষদিকে নিজেই জানালেন সে খবর। শুটিংও করে ফেলেছেন। এ সিনেমার গল্প একটি ভেঙে যাওয়া পরিবারের আবার এক হওয়ার। কেমন ছিল জয়ার বলিউড যাত্রা? তিনি জানিয়েছেন, কলকাতার বাংলা সিনেমা তো অনেক হলো। হিন্দি সিনেমায়ও কাজ করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। বিশেষ করে অনিরুদ্ধ রায় চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। ক্যারিয়ারে প্রথম হিন্দি সিনেমাতেই তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি।’ জয়া বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি সিনেমা। আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, আর পঙ্কজ ত্রিপাঠি সহশিল্পী-এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ওদের সঙ্গেই তো কাজ করার জন্য মুখিয়ে ছিলাম।’

জয়া দেখিয়ে দিয়েছেন তিনি অপ্রতিরোধ্য। বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। সেটা যাই হোক না কেন! যেন বলতে চেয়েছেন, সবে তো শুরু, দেখই না কি হয়! এর আগে কলকাতার ‘বিজিয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, সেরা অভিনেত্রী হিসাবে। ‘কালান্তর’ নামে কলকাতার একটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। ভারতে দারুণ ব্যস্ত অভিনেত্রী জয়ার কিন্তু বাংলাদেশেও রয়েছে কাজ শেষ হওয়া সিনেমা। নাম ‘পেয়ারার সুবাস’। এটিও মুক্তি পাবে শিগ্গির।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন