ঈদের প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল
jugantor
ঈদের প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল

  তারা ঝিলমিল প্রতিবেদক  

০৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

মাত্র দুমাস আগে বাবাকে হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে পেশাগত জীবনে ব্যক্তি জীবনের প্রভাব পড়তে দেননি এ অভিনেতা। শোক নিয়েও যোগ দেন কলকাতার সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিংয়ে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এরপর কাজ করেছেন কিছু বিজ্ঞাপন ও নাটকে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘শেষের কয়েক সপ্তাহ কাজের ব্যস্ততা এত বেশি ছিল যে, এমনটা আগে হয়নি। এ ব্যস্ততা শুরু হয় বাবা চলে যাওয়ার দুই-তিন দিন পর থেকেই। ভেবেছিলাম, কাজের ব্যস্ততা আমাকে বাবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে। কলকাতা বা মুম্বাইয়ের হোটেলে গভীর রাতে বাবার কথা মনে করে একা একা চিৎকার করে কেঁদেছি।’ এদিকে আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে চঞ্চল চৌধুরী নতুন নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। শিগ্গির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

ঈদের প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল

 তারা ঝিলমিল প্রতিবেদক 
০৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মাত্র দুমাস আগে বাবাকে হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে পেশাগত জীবনে ব্যক্তি জীবনের প্রভাব পড়তে দেননি এ অভিনেতা। শোক নিয়েও যোগ দেন কলকাতার সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিংয়ে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এরপর কাজ করেছেন কিছু বিজ্ঞাপন ও নাটকে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘শেষের কয়েক সপ্তাহ কাজের ব্যস্ততা এত বেশি ছিল যে, এমনটা আগে হয়নি। এ ব্যস্ততা শুরু হয় বাবা চলে যাওয়ার দুই-তিন দিন পর থেকেই। ভেবেছিলাম, কাজের ব্যস্ততা আমাকে বাবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে। কলকাতা বা মুম্বাইয়ের হোটেলে গভীর রাতে বাবার কথা মনে করে একা একা চিৎকার করে কেঁদেছি।’ এদিকে আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে চঞ্চল চৌধুরী নতুন নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। শিগ্গির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন