ঈদের নাটক নিয়ে ব্যস্ত তারকারা
বছরের পুরোটা সময়ই নতুন নাটক এবং চরিত্র নিয়ে তারকারা কাজ করলেও বিশেষ দিবসে নির্মাতাদের পাশাপাশি শোবিজ তারকাদেরও নতুন প্রস্তুতি ও চরিত্র নিয়ে কাজ করার ধুম পড়ে। সে ধারাবাহিকতায় নাটকপাড়ায় চলছে ঈদের প্রস্তুতি। বছর ঘুরে আবার আসছে ঈদুল ফিতর। বৃহত্তম এ উৎসবে বিনোদনপিয়াসী দর্শকের চাহিদা পূরণের জন্য বিনোদনের পসরা নিয়ে টেলিভিশনের পাশাপাশি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলগুলোর সঙ্গে আছে কিছু অ্যাপসভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। অন্যান্য বছরের মতো আসছে ঈদ নিয়েও চলছে তাদের প্রস্তুতি। বছরের প্রথম মাস থেকেই ঈদের নাটক নির্মাণের তোড়জোড় লক্ষ করা গেছে। গত মাস থেকেই নির্মাণের হার বেড়েছে। নাটকের তারকা অভিনয়শিল্পীর প্রায় সবাই ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম গত মাসেই ঈদের নাটকের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। সংখ্যায় কম হলেও এবারও তার অভিনীত নাটক আলোচনায় থাকবে বলে আশাবাদ এ অভিনয়শিল্পীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সংখ্যাকে প্রাধান্য দিয়ে কাজ করি না। আগেও করতাম না। তবে এখন কাজের প্রতি আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছি। চেষ্টা করছি যেন দর্শকদের ভালো গল্পের কাজের মাধ্যমে বিনোদিত করতে পারি। কারণ ঈদের সময় দর্শক নাটক দেখেন বেশি। সে বিষয়টি মাথায় রেখেই কর্মপরিকল্পনা সাজিয়েছি।’ টিভি, ইউটিউবের নাটক ছাড়াও এ অভিনেতার কয়েকটি ওয়েব সিরিজ ঈদ উপলক্ষ্যে প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এরই মধ্যে ‘মহানগর-২’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে।
এদিকে সিনেমার কাজে কিছুটা বেশি ব্যস্ত থাকার কারণে নাটকে কম অভিনয় করতে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। তিনি মার্চের মধ্যভাগ থেকে ঈদের নাটকে অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন। তবে গত ফেব্রুয়ারি মাসেও কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘ঈদ মানেই নতুন নাটকের সমাহার। নিত্যনতুন আনন্দদায়ক গল্প নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার প্রচেষ্টা থাকে সবার। আমরা রাতদিন সমানতালে অভিনয় করি। এবার প্রচুর কাজ হচ্ছে। আমি নিজেও ঈদের আগ পর্যন্ত অভিনয় করব। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নাট্যাঙ্গনে।’
নাটকের চলতি সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ঈদের নাটকের জন্য। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘এমনিতে নিয়মিত কাজ করি, তবে ঈদ এলে নিজের কাছেও বাড়তি উন্মাদনা কাজ করে। প্রতিবারের মতো এবারও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেব। আশা করি ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে নাটকগুলো।’
সিনিয়র অভিনেতাদের মধ্যে আবদুন নূর সজলও ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ঢাকা এবং ঢাকার বাইরে ঈদের নাটকের শুটিং করছেন তিনি। বর্তমান সময়ের নাটকের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে মেহজাবিন অন্যতম। দিন দিন তার কাজের সংখ্যা কমে আসছে। অবশ্য তিনি নিজেই কমিয়ে দিচ্ছেন। আসছে ঈদের খুব বেশি কাজ করবেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাচ্ছে না নতুন কোনো নাটকে। তবে কয়েকজন নির্মাতা সূত্রে জানা গেছে, অতি গোপনীয়তা রক্ষা করে তিশা নাকি শুটিং করছেন। সে জন্য দর্শক হয়তো তার অভিনীত নাটক এবারের ঈদে দেখতে পাবেন। তবে এ নিয়ে তিশা কোনো ইঙ্গিত দেননি। অন্যদিকে নাদিয়া আহমেদ, এফএস নাঈম, ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, সাবিলা নূর, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েল, নিলাঞ্জনা নীলা, তৌসিফ মাহবুব, জোভান, নিলয় আলমগীরসহ বেশ কয়েকজন তারকাশিল্পীও ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। এ বছর জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেতা আফরান নিশো ঈদের কোনো নাটকের এখন পর্যন্ত শুটিং করেননি। তাহসান নিজেই অভিনয় করবেন না বলে জানিয়েছেন। নিশো সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় নাটকের শুটিং করতে পারছেন না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈদের নাটক নিয়ে ব্যস্ত তারকারা
বছরের পুরোটা সময়ই নতুন নাটক এবং চরিত্র নিয়ে তারকারা কাজ করলেও বিশেষ দিবসে নির্মাতাদের পাশাপাশি শোবিজ তারকাদেরও নতুন প্রস্তুতি ও চরিত্র নিয়ে কাজ করার ধুম পড়ে। সে ধারাবাহিকতায় নাটকপাড়ায় চলছে ঈদের প্রস্তুতি। বছর ঘুরে আবার আসছে ঈদুল ফিতর। বৃহত্তম এ উৎসবে বিনোদনপিয়াসী দর্শকের চাহিদা পূরণের জন্য বিনোদনের পসরা নিয়ে টেলিভিশনের পাশাপাশি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলগুলোর সঙ্গে আছে কিছু অ্যাপসভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। অন্যান্য বছরের মতো আসছে ঈদ নিয়েও চলছে তাদের প্রস্তুতি। বছরের প্রথম মাস থেকেই ঈদের নাটক নির্মাণের তোড়জোড় লক্ষ করা গেছে। গত মাস থেকেই নির্মাণের হার বেড়েছে। নাটকের তারকা অভিনয়শিল্পীর প্রায় সবাই ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম গত মাসেই ঈদের নাটকের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। সংখ্যায় কম হলেও এবারও তার অভিনীত নাটক আলোচনায় থাকবে বলে আশাবাদ এ অভিনয়শিল্পীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সংখ্যাকে প্রাধান্য দিয়ে কাজ করি না। আগেও করতাম না। তবে এখন কাজের প্রতি আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছি। চেষ্টা করছি যেন দর্শকদের ভালো গল্পের কাজের মাধ্যমে বিনোদিত করতে পারি। কারণ ঈদের সময় দর্শক নাটক দেখেন বেশি। সে বিষয়টি মাথায় রেখেই কর্মপরিকল্পনা সাজিয়েছি।’ টিভি, ইউটিউবের নাটক ছাড়াও এ অভিনেতার কয়েকটি ওয়েব সিরিজ ঈদ উপলক্ষ্যে প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এরই মধ্যে ‘মহানগর-২’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে।
এদিকে সিনেমার কাজে কিছুটা বেশি ব্যস্ত থাকার কারণে নাটকে কম অভিনয় করতে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। তিনি মার্চের মধ্যভাগ থেকে ঈদের নাটকে অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন। তবে গত ফেব্রুয়ারি মাসেও কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘ঈদ মানেই নতুন নাটকের সমাহার। নিত্যনতুন আনন্দদায়ক গল্প নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার প্রচেষ্টা থাকে সবার। আমরা রাতদিন সমানতালে অভিনয় করি। এবার প্রচুর কাজ হচ্ছে। আমি নিজেও ঈদের আগ পর্যন্ত অভিনয় করব। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নাট্যাঙ্গনে।’
নাটকের চলতি সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ঈদের নাটকের জন্য। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘এমনিতে নিয়মিত কাজ করি, তবে ঈদ এলে নিজের কাছেও বাড়তি উন্মাদনা কাজ করে। প্রতিবারের মতো এবারও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেব। আশা করি ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে নাটকগুলো।’
সিনিয়র অভিনেতাদের মধ্যে আবদুন নূর সজলও ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ঢাকা এবং ঢাকার বাইরে ঈদের নাটকের শুটিং করছেন তিনি। বর্তমান সময়ের নাটকের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে মেহজাবিন অন্যতম। দিন দিন তার কাজের সংখ্যা কমে আসছে। অবশ্য তিনি নিজেই কমিয়ে দিচ্ছেন। আসছে ঈদের খুব বেশি কাজ করবেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাচ্ছে না নতুন কোনো নাটকে। তবে কয়েকজন নির্মাতা সূত্রে জানা গেছে, অতি গোপনীয়তা রক্ষা করে তিশা নাকি শুটিং করছেন। সে জন্য দর্শক হয়তো তার অভিনীত নাটক এবারের ঈদে দেখতে পাবেন। তবে এ নিয়ে তিশা কোনো ইঙ্গিত দেননি। অন্যদিকে নাদিয়া আহমেদ, এফএস নাঈম, ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, সাবিলা নূর, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েল, নিলাঞ্জনা নীলা, তৌসিফ মাহবুব, জোভান, নিলয় আলমগীরসহ বেশ কয়েকজন তারকাশিল্পীও ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। এ বছর জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেতা আফরান নিশো ঈদের কোনো নাটকের এখন পর্যন্ত শুটিং করেননি। তাহসান নিজেই অভিনয় করবেন না বলে জানিয়েছেন। নিশো সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় নাটকের শুটিং করতে পারছেন না।