ঈদে চার নায়কের লড়াই
ঈদ মানেই সিনেমার জমজমাট বাজার। মাঝে সিনেমার গতি শ্লথ হলেও গত বছর কুরবানির ঈদের পর থেকে সিনেমার বাজার বেশ রমরমা হয়ে উঠেছে। অবশ্য এটা শুধুই ঈদকেন্দ্রিক। চলতি বছর রোজার ঈদে আটটি সিনেমা মুক্তি পেয়েছিল। এর মধ্যে শাকিব খান, অনন্ত জলিল ও নাট্যাভিনেতা আবদুন নূর সজল অভিনীত সিনেমগুলোই আলোচনায় ছিল। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো রোজার ঈদের সিনেমা প্রদর্শিত হচ্ছে।
এদিকে কুরবানির ঈদ উপলক্ষ্যে এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ ঈদেও শাকিব খান লড়বেন তার অভিনীত ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা নিয়ে। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল নামে এক টিভি অভিনেত্রী। সিনেমাটি নিয়ে আওয়াজও হচ্ছে বেশি। বলা হচ্ছে প্রেক্ষাগৃহ মালিকরা নাকি এরই মধ্যে শাকিব খানের সিনেমা প্রদর্শনের জন্য অগ্রিম বুকিং দিচ্ছেন। অন্যদিকে ঈদে প্রথমবারের মতো সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কুরবানির ঈদে-এমনটাই জানিয়েছেন এর পরিচালক রায়হান রাফি। নায়িকা হিসাবে রয়েছেন তমা মির্জা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ।
এদিকে দীর্ঘ আট বছর পর সিনেমার পর্দায় ফিরছেন নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকার পরিচালনায় ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির যাবতীয় কাজ শেষ হয়েছে। প্রকাশ হয়েছে ফার্স্টলুক এবং একটি গান। প্রকাশিত গানটি বেশ প্রশংসাও কুড়িয়েছে। অনেক মন্তব্য করেছেন দীর্ঘদিন পর মাহফুজ সিনেমায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন। এ সিনেমার নায়িকা শবনম বুবলী।
কুরবানির ঈদে সিয়াম আহমেদ অভিনীত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম নিয়ে এটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এর নায়িকা বিদ্যা সিনহা মিম। এছাড়া ঈদে আরও কিছু সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ঈদে মূল লড়াই হবে শাকিব খান, আফরান নিশো, সিয়াম ও মাহফুজের মধ্যে। নায়ক হিসাবে সেরা কে হবেন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।
ঈদে চার নায়কের লড়াই
তারা ঝিলমিল প্রতিবেদক
০১ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈদ মানেই সিনেমার জমজমাট বাজার। মাঝে সিনেমার গতি শ্লথ হলেও গত বছর কুরবানির ঈদের পর থেকে সিনেমার বাজার বেশ রমরমা হয়ে উঠেছে। অবশ্য এটা শুধুই ঈদকেন্দ্রিক। চলতি বছর রোজার ঈদে আটটি সিনেমা মুক্তি পেয়েছিল। এর মধ্যে শাকিব খান, অনন্ত জলিল ও নাট্যাভিনেতা আবদুন নূর সজল অভিনীত সিনেমগুলোই আলোচনায় ছিল। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো রোজার ঈদের সিনেমা প্রদর্শিত হচ্ছে।
এদিকে কুরবানির ঈদ উপলক্ষ্যে এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ ঈদেও শাকিব খান লড়বেন তার অভিনীত ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা নিয়ে। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল নামে এক টিভি অভিনেত্রী। সিনেমাটি নিয়ে আওয়াজও হচ্ছে বেশি। বলা হচ্ছে প্রেক্ষাগৃহ মালিকরা নাকি এরই মধ্যে শাকিব খানের সিনেমা প্রদর্শনের জন্য অগ্রিম বুকিং দিচ্ছেন। অন্যদিকে ঈদে প্রথমবারের মতো সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কুরবানির ঈদে-এমনটাই জানিয়েছেন এর পরিচালক রায়হান রাফি। নায়িকা হিসাবে রয়েছেন তমা মির্জা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ।
এদিকে দীর্ঘ আট বছর পর সিনেমার পর্দায় ফিরছেন নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকার পরিচালনায় ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির যাবতীয় কাজ শেষ হয়েছে। প্রকাশ হয়েছে ফার্স্টলুক এবং একটি গান। প্রকাশিত গানটি বেশ প্রশংসাও কুড়িয়েছে। অনেক মন্তব্য করেছেন দীর্ঘদিন পর মাহফুজ সিনেমায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন। এ সিনেমার নায়িকা শবনম বুবলী।
কুরবানির ঈদে সিয়াম আহমেদ অভিনীত ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম নিয়ে এটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এর নায়িকা বিদ্যা সিনহা মিম। এছাড়া ঈদে আরও কিছু সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। তবে ঈদে মূল লড়াই হবে শাকিব খান, আফরান নিশো, সিয়াম ও মাহফুজের মধ্যে। নায়ক হিসাবে সেরা কে হবেন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023