মেকাপ পছন্দ নয় জাহ্নবীর
বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। বলিউডের রঙিন জগতে নিজেকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে পোশাক-আশাক ও মেকাপে বেশ যত্নবান হতে হয়। সব নায়িকাই সেটা মেইনটেইন করেন। কিন্তু জাহ্নবী ব্যতিক্রম। শুধু ক্যামেরার সামনে ছাড়া তিনি নিজেকে সাদাসিদে পোশাক ও মেকাপহীন রাখতেই পছন্দ করেন। তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা। কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখাটাও আমার দায়িত্ব। আমি মনে করি লোকদেখানো সৌন্দর্যের চেয়ে আমার নিজের ভালোলাগাটাই মুখ্য। তাই যেটা ভালো লাগে সেটাই করি আমি।’ কিছুদিন আগে বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির হন জাহ্নবী। বগলে বালিশ চেপে বিমানবন্দরের ভেতর ঢুকতে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সে কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্যই বালিশ নিয়েছেন এ অভিনেত্রী। উল্লেখ্য, জাহ্নবী বর্তমানে ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। কোরাতালা শিবার পরিচালনায় এ সিনেমায় তার নায়ক দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র।
মেকাপ পছন্দ নয় জাহ্নবীর
তারা ঝিলমিল ডেস্ক
০১ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। বলিউডের রঙিন জগতে নিজেকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে পোশাক-আশাক ও মেকাপে বেশ যত্নবান হতে হয়। সব নায়িকাই সেটা মেইনটেইন করেন। কিন্তু জাহ্নবী ব্যতিক্রম। শুধু ক্যামেরার সামনে ছাড়া তিনি নিজেকে সাদাসিদে পোশাক ও মেকাপহীন রাখতেই পছন্দ করেন। তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা। কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখাটাও আমার দায়িত্ব। আমি মনে করি লোকদেখানো সৌন্দর্যের চেয়ে আমার নিজের ভালোলাগাটাই মুখ্য। তাই যেটা ভালো লাগে সেটাই করি আমি।’ কিছুদিন আগে বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির হন জাহ্নবী। বগলে বালিশ চেপে বিমানবন্দরের ভেতর ঢুকতে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সে কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্যই বালিশ নিয়েছেন এ অভিনেত্রী। উল্লেখ্য, জাহ্নবী বর্তমানে ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। কোরাতালা শিবার পরিচালনায় এ সিনেমায় তার নায়ক দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023