বাবুর নতুন সিনেমা ‘মেঘ কন্যা’

 তারা ঝিলমিল প্রতিবেদক 
০১ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নাটকের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। সম্প্রতি এ অভিনেতা নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমার নাম ‘মেঘ কন্যা’। এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘বর্তমানে আমি সিনেমায় অভিনয় নিয়ে বেশি ব্যস্ত আছি। এ সময়টাকে আমি খুব উপভোগও করছি। নতুন যে সিনেমায় কাজ করলাম এর গল্প গতানুগতিক নয়। আমার চরিত্রেও ভিন্নতা রয়েছে। আশা করি এটি দর্শকদের মনোরঞ্জন করতে পারবে।’ এর আগে এ অভিনেতা সরকারি অনুদানপ্রাপ্ত ‘জামদানি’ ও ‘জল পাহাড় ও পাতাদের গল্প’ দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন