মাসজুড়ে হলিউড ধামাকা
অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, হরর, রহস্য-কী থাকছে না? জুন মাসজুড়ে সবই পাচ্ছেন হলিউডের দর্শক। তবে বড় তারকার সিনেমা খুব বেশি না থাকলেও গল্প ও নির্মাণে দর্শক মাতাবেন হলিউড নির্মাতারা-এমন আশা করছেন সংশ্লিষ্টরা।
স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স স্পাইডারম্যান : ইনটু দ্য স্পাইডার ভার্স দারুণ সাড়া জাগিয়েছিল ২০১৮ সালে। সেটির সিক্যুয়াল হিসাবে ২ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে জোয়াকুইন, কেম্প ও জাস্টিন পরিচালক ত্রয়ীর সিনেমা ‘স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। কম্পিউটার অ্যানিমেটেড সুপার হিরো বেইজড এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামেইক আল্টি মুর, হেইলি স্টেইনফিল্ড, জেইক জনসন প্রমুখ।
বুগিম্যান : রব স্যাভেইজ পরিচালিত হরর ও রহস্য গল্প নিয়ে ১ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বুগিম্যান। স্টিফেন কিং-এর ছোটগল্প থেকে ধারণা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন সোফি থ্যাচার, ক্রিস মেসিনা, ভিভিয়ান লিরা প্রমুখ।
ট্রান্সফরমার : রাইজ অব দ্য বিস্টস : সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। স্টিভেন ক্যাপল জুনিয়র পরিচালিত এ সিনেমার গল্প গড়িয়েছে একটি ধ্রুপদী চরিত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন-অ্যান্থনি রমোস, ডমিনিক ফিশব্যাক প্রমুখ।
এলিমেন্টাল : অ্যাডভেঞ্চার ও কমেডিধর্মী এনিমেশন সিনেমা এলিমেন্টাল সারা বিশ্বে মুক্তি পাচ্ছে ১৪ জুন। পিটার সন পরিচালিত এ সিনেমার মূল চারটি উপাদান পৃথিবী, পানি, বায়ু ও আগুন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়া লুইস, ক্যাথরিন ও’ হারা, রনি ডেল ক্যামেল প্রমুখ।
দ্য ফ্ল্যাশ : সুপারহিরো বেইজড সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১৪ জুন। অ্যান্ডি মাসেটি পরিচালিত এ সিনেমার নায়ক ব্যাটম্যান আদলে তার মাকে বাঁচানোর জন্য সর্বশক্তি বিনিয়োগ করে। এতে অভিনয় করেছেন এজরা মিলার, শাশা ক্যালি, মাইকেল শ্যানন প্রমুখ।
নো হার্ড ফিলিংস : বয়োসন্ধিকাল পেরোনো দুটো চরিত্রকে নিয়ে এগিয়েছে ‘নো হার্ড ফিলিংস’ সিনেমার গল্প। ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক জেনি স্লুপনিটস্কি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেত্রী জেনিফার লরেন্স। সঙ্গে রয়েছেন এন্ড্রু বার্থ ফিলম্যান, ম্যাথিউ ব্রোডেরিক প্রমুখ।
রুবি গিলম্যান, টিনেজ ক্র্যাকেন : কার্ক ডেমিকো পরিচালিত অ্যানিমেডেট সিনেমা ‘রুবি গিলম্যান, টিনেজ ক্র্যাকেন’ মুক্তি পাবে ৩০ জুন। ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রের গল্প নিয়ে এগিয়েছে এ সিনেমা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লানা কনডোর, টনি কলেটি, অ্যানি মারফি প্রমুখ।
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি : অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব সমন্বয় এ সিনেমা। জেমস ম্যানগোল্ড পরিচালিত এ সিনেমায় ইন্ডিয়ানা জোন্স চরিত্রে অভিনয় করেছেন ৮০ বছর বয়সি অভিনেতা হ্যারিসন ফোর্ড। ৩০ জুন মুক্তি নির্ধারিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যান্টোনিও ব্যান্ডারাস, টবি জোন্স প্রমুখ।
ওয়ার পনি : এলভিস প্রিসলির নাতনি হিসাবে পরিচিত অভিনেত্রী রিলে কিয়াফ। নেটফ্লিক্সের জনপ্রিয় মুখ। এই প্রথম পরিচালনায় নাম লিখিয়েছেন ‘ওয়ার পনি’ সিনেমার মাধ্যমে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে এটির প্রিমিয়ার হয়েছিল। ৯ জুন যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অ্যাস্টারয়েড সিটি : ওয়েস অ্যান্ডারসন পরিচালিত সায়েন্স ফিকশন ও রোমান্টিক কমেডি ড্রামা সিনেমা ‘অ্যাস্টারয়েড সিটি’। এ সিনেমার প্রধান আকর্ষণ স্কারলেট জোহানসন। ১৬ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি নির্ধারিত এ সিনেমা এ বছরের কান চলচ্চিত্র উৎসবে দর্শকের নজর কেড়েছে। এতে আরও অভিনয় করেছেন- জেসন শোয়ার্জম্যান, টম হ্যাঙ্কস, ম্যাট ডিলন প্রমুখ।
মাসজুড়ে হলিউড ধামাকা
তারা ঝিলমিল ডেস্ক
০৮ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, হরর, রহস্য-কী থাকছে না? জুন মাসজুড়ে সবই পাচ্ছেন হলিউডের দর্শক। তবে বড় তারকার সিনেমা খুব বেশি না থাকলেও গল্প ও নির্মাণে দর্শক মাতাবেন হলিউড নির্মাতারা-এমন আশা করছেন সংশ্লিষ্টরা।
স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স স্পাইডারম্যান : ইনটু দ্য স্পাইডার ভার্স দারুণ সাড়া জাগিয়েছিল ২০১৮ সালে। সেটির সিক্যুয়াল হিসাবে ২ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে জোয়াকুইন, কেম্প ও জাস্টিন পরিচালক ত্রয়ীর সিনেমা ‘স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। কম্পিউটার অ্যানিমেটেড সুপার হিরো বেইজড এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামেইক আল্টি মুর, হেইলি স্টেইনফিল্ড, জেইক জনসন প্রমুখ।
বুগিম্যান : রব স্যাভেইজ পরিচালিত হরর ও রহস্য গল্প নিয়ে ১ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বুগিম্যান। স্টিফেন কিং-এর ছোটগল্প থেকে ধারণা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন সোফি থ্যাচার, ক্রিস মেসিনা, ভিভিয়ান লিরা প্রমুখ।
ট্রান্সফরমার : রাইজ অব দ্য বিস্টস : সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। স্টিভেন ক্যাপল জুনিয়র পরিচালিত এ সিনেমার গল্প গড়িয়েছে একটি ধ্রুপদী চরিত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন-অ্যান্থনি রমোস, ডমিনিক ফিশব্যাক প্রমুখ।
এলিমেন্টাল : অ্যাডভেঞ্চার ও কমেডিধর্মী এনিমেশন সিনেমা এলিমেন্টাল সারা বিশ্বে মুক্তি পাচ্ছে ১৪ জুন। পিটার সন পরিচালিত এ সিনেমার মূল চারটি উপাদান পৃথিবী, পানি, বায়ু ও আগুন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়া লুইস, ক্যাথরিন ও’ হারা, রনি ডেল ক্যামেল প্রমুখ।
দ্য ফ্ল্যাশ : সুপারহিরো বেইজড সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১৪ জুন। অ্যান্ডি মাসেটি পরিচালিত এ সিনেমার নায়ক ব্যাটম্যান আদলে তার মাকে বাঁচানোর জন্য সর্বশক্তি বিনিয়োগ করে। এতে অভিনয় করেছেন এজরা মিলার, শাশা ক্যালি, মাইকেল শ্যানন প্রমুখ।
নো হার্ড ফিলিংস : বয়োসন্ধিকাল পেরোনো দুটো চরিত্রকে নিয়ে এগিয়েছে ‘নো হার্ড ফিলিংস’ সিনেমার গল্প। ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক জেনি স্লুপনিটস্কি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেত্রী জেনিফার লরেন্স। সঙ্গে রয়েছেন এন্ড্রু বার্থ ফিলম্যান, ম্যাথিউ ব্রোডেরিক প্রমুখ।
রুবি গিলম্যান, টিনেজ ক্র্যাকেন : কার্ক ডেমিকো পরিচালিত অ্যানিমেডেট সিনেমা ‘রুবি গিলম্যান, টিনেজ ক্র্যাকেন’ মুক্তি পাবে ৩০ জুন। ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রের গল্প নিয়ে এগিয়েছে এ সিনেমা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লানা কনডোর, টনি কলেটি, অ্যানি মারফি প্রমুখ।
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি : অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব সমন্বয় এ সিনেমা। জেমস ম্যানগোল্ড পরিচালিত এ সিনেমায় ইন্ডিয়ানা জোন্স চরিত্রে অভিনয় করেছেন ৮০ বছর বয়সি অভিনেতা হ্যারিসন ফোর্ড। ৩০ জুন মুক্তি নির্ধারিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যান্টোনিও ব্যান্ডারাস, টবি জোন্স প্রমুখ।
ওয়ার পনি : এলভিস প্রিসলির নাতনি হিসাবে পরিচিত অভিনেত্রী রিলে কিয়াফ। নেটফ্লিক্সের জনপ্রিয় মুখ। এই প্রথম পরিচালনায় নাম লিখিয়েছেন ‘ওয়ার পনি’ সিনেমার মাধ্যমে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে এটির প্রিমিয়ার হয়েছিল। ৯ জুন যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অ্যাস্টারয়েড সিটি : ওয়েস অ্যান্ডারসন পরিচালিত সায়েন্স ফিকশন ও রোমান্টিক কমেডি ড্রামা সিনেমা ‘অ্যাস্টারয়েড সিটি’। এ সিনেমার প্রধান আকর্ষণ স্কারলেট জোহানসন। ১৬ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি নির্ধারিত এ সিনেমা এ বছরের কান চলচ্চিত্র উৎসবে দর্শকের নজর কেড়েছে। এতে আরও অভিনয় করেছেন- জেসন শোয়ার্জম্যান, টম হ্যাঙ্কস, ম্যাট ডিলন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023