নুসরাত ফারিয়া এবং সে ধীরে আসে

 তারা ঝিলমিল প্রতিবেদক 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কলকাতা থেকে নিজের অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমার প্রচারণা শেষে কিছুদিন আগে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এসেই নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। সিনেমার নাম ‘সে ধীরে আসে’। এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। ফারিয়া জানান, সত্তর দশকের গল্প নিয়ে এ সিনেমাটি নির্মিত হবে। তিনি বলেন, ‘যেহেতু সত্তর দশকের গল্প, তাই আমার গেটআপে চেষ্টা করা হবে ওই সময়টা তুলে আনার। সিনেমাটির গল্পে সেই সময়ের মধ্যবিত্ত পরিবার ও পরিবারের ভালোবাসার গল্প উঠে আসবে।’ শিগ্গির এর শুটিং শুরু হবে। এদিকে গত মে মাসের শেষ সপ্তাহে কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত নতুন সিনেমা সৌমিক হালদার পরিচালিত ‘আবারও বিবাহ অভিযান’। এটি ফারিয়ার ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়াল। এ সিনেমার প্রচারণায় অংশ নিতে কলকাতা গিয়েছিলেন এ নায়িকা। ফেরার আগে তিনি বাবা যাদবের পরিচালনায় নতুন আরও একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমারও শুটিং কিছু দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ফারিয়া। এছাড়া কলকাতায় তার অভিনীত ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। উল্লেখ্য, যৌথ প্রযোজনায় সিনেমা দিয়ে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল বড় পর্দায়। নাম ছিল ‘আশিকী’। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘হিরো ৪২০’ সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে এক সময়ের উপস্থাপিকা ফারিয়া কিছুদিন আগে একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন। তবে আপাতত এ মাধ্যমে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন