আর্থিক খাতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো
এবি মির্জ্জা আজিজুল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আর্থিক খাতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তিনি ছিলেন ব্যাংক ও আর্থিক খাতের একজন দক্ষ, যোগ্য ও সাহসী ব্যক্তিত্ব। অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে তার বিশ্লেষণ ছিল জ্ঞানগর্ভ ও বাস্তবমুখী। তিনি জ্ঞানী ও গভীর বিশ্লেষক ছিলেন।
খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে বিভিন্ন সময় দেখা হতো। অর্থনীতিবিষয়ক নানা সভা-সেমিনারেও আমরা একসঙ্গে অতিথি ছিলাম। তবে প্রথম দেখা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকার সময়। তখন আমি জাতিসংঘে কর্মরত। নব্বইয়ের দশকের ঘটনা।
এরপর ২০০৭ ও ০৮ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ছিলাম, তখনও খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করার সুযোগ হয়েছে। তবে ২০০৯ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার সময় কিছু দিন যোগাযোগ বন্ধ ছিল।
২০১০ সালে পুঁজিবাজার ধসের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়, সে কমিটিরও প্রধান ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। যদিও শেষ পর্যন্ত তার সেই সুপারিশ কার্যকর করা হয়নি। সব মিলিয়ে তার হারিয়ে যাওয়ায় অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। লেখক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্থিক খাতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আর্থিক খাতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তিনি ছিলেন ব্যাংক ও আর্থিক খাতের একজন দক্ষ, যোগ্য ও সাহসী ব্যক্তিত্ব। অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে তার বিশ্লেষণ ছিল জ্ঞানগর্ভ ও বাস্তবমুখী। তিনি জ্ঞানী ও গভীর বিশ্লেষক ছিলেন।
খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে বিভিন্ন সময় দেখা হতো। অর্থনীতিবিষয়ক নানা সভা-সেমিনারেও আমরা একসঙ্গে অতিথি ছিলাম। তবে প্রথম দেখা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকার সময়। তখন আমি জাতিসংঘে কর্মরত। নব্বইয়ের দশকের ঘটনা।
এরপর ২০০৭ ও ০৮ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ছিলাম, তখনও খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করার সুযোগ হয়েছে। তবে ২০০৯ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার সময় কিছু দিন যোগাযোগ বন্ধ ছিল।
২০১০ সালে পুঁজিবাজার ধসের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়, সে কমিটিরও প্রধান ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। যদিও শেষ পর্যন্ত তার সেই সুপারিশ কার্যকর করা হয়নি। সব মিলিয়ে তার হারিয়ে যাওয়ায় অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। লেখক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।