দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন
কমিশনার জহুরুল হক
যুগান্তর প্রতিবেদন
০৪ মার্চ ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। সেই সঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হককে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ ১৩ মার্চ শেষ হবে। মঈনউদ্দীন আবদুল্লাহ ও জহুরুল হক তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তাদের মেয়াদকাল হবে পাঁচ বছর। জানতে চাইলে বুধবার সন্ধ্যায় মঈনউদ্দীন আবদুল্লাহ যুগান্তরকে বলেন, এ বিষয়ে কাল (আজ) আনুষ্ঠানিকভাবে কথা বলব।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান হিসাবে মঈনউদ্দীন আবদুল্লাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা দেওয়া হয়েছে। কমিশনার হিসাবে জহুরুল হকের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।
সূত্রমতে, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকার সময় ২০১৮ সালের ১৮ আগস্ট অবসরে যান মঈনউদ্দীন আবদুল্লাহ। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তারও আগে ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন তিনি। ২০১৯ সালের ১ জুলাই তিন বছরের জন্য তিনি পিকেএসএফ-এ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান মঈনউদ্দীন আবদুল্লাহ।
১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন
কমিশনার জহুরুল হক
কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। সেই সঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হককে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ ১৩ মার্চ শেষ হবে। মঈনউদ্দীন আবদুল্লাহ ও জহুরুল হক তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তাদের মেয়াদকাল হবে পাঁচ বছর। জানতে চাইলে বুধবার সন্ধ্যায় মঈনউদ্দীন আবদুল্লাহ যুগান্তরকে বলেন, এ বিষয়ে কাল (আজ) আনুষ্ঠানিকভাবে কথা বলব।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান হিসাবে মঈনউদ্দীন আবদুল্লাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা দেওয়া হয়েছে। কমিশনার হিসাবে জহুরুল হকের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।
সূত্রমতে, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকার সময় ২০১৮ সালের ১৮ আগস্ট অবসরে যান মঈনউদ্দীন আবদুল্লাহ। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তারও আগে ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন তিনি। ২০১৯ সালের ১ জুলাই তিন বছরের জন্য তিনি পিকেএসএফ-এ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান মঈনউদ্দীন আবদুল্লাহ।
১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দেন।