সমস্যা থাকলে র্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিন
যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি দেশের ক্ষতি করতে লবিস্ট নিয়োগ করেছে
যুগান্তর প্রতিবেদন
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র র্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এরা (র্যাব) কীভাবে অ্যাকশন নেবে, এগুলো আমেরিকানরা শিখিয়েছে। তাদের এই রুলস অব এনগেজমেন্টে যদি অসুবিধা থাকে, আমরা আমেরিকানদের বলব, তোমরা এদের ফ্রেশ ট্রেনিং দাও, যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। র্যাবের কার্যক্রমের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে খুব ভালো প্রতিষ্ঠান, তা নয়। একটি প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশে র্যাব বহুলোক মেরে ফেলেছে, অমুক-তমুক। তারা একসময় বলেছিল, ইরাকে নিষিদ্ধ অস্ত্র রয়েছে। এটা বলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার মনে করেছে, সত্যি সত্যি আছে, পরের ঘটনা আপনারা জানেন।
র্যাবের কার্যক্রম নিয়ে সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, র্যাব অত্যন্ত পারদর্শীভাবে ও সততার সঙ্গে কাজ করছে। এজন্য বাংলাদেশে সবার কাছে র্যাব গ্রহণযোগ্য। আমাদেরও কাজ করার আছে। যদি কোথাও আইনের ব্যত্যয় হয়, অবশ্যই আমরা সেখানে অ্যাকশন নেব। তিনি বলেন, দু-একটা কেসে র্যাব ক্ষমতার অপব্যবহার করেছিল। তাদের শাস্তি হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা আপনারা জানেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই-বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।
একই দিন আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আমাদের তথ্য অনুযায়ী, বিএনপি অনেক লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট নিয়োগ করা আইনবিরোধী নয়; কিন্তু দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ করল। বিএনপির লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি। তিনি বলেন, দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না।
বিএনপি অনেকদিন ধরে লবিস্ট নিয়োগ করেছে; কিন্তু এতদিন পরে কেন এটি সম্পর্কে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা তো কারও পেছনে লেগে থাকি না। এ ধরনের তথ্য প্রকাশের দায়িত্ব মিডিয়ারও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী
সমস্যা থাকলে র্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিন
বিএনপি দেশের ক্ষতি করতে লবিস্ট নিয়োগ করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র র্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এরা (র্যাব) কীভাবে অ্যাকশন নেবে, এগুলো আমেরিকানরা শিখিয়েছে। তাদের এই রুলস অব এনগেজমেন্টে যদি অসুবিধা থাকে, আমরা আমেরিকানদের বলব, তোমরা এদের ফ্রেশ ট্রেনিং দাও, যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। র্যাবের কার্যক্রমের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে খুব ভালো প্রতিষ্ঠান, তা নয়। একটি প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশে র্যাব বহুলোক মেরে ফেলেছে, অমুক-তমুক। তারা একসময় বলেছিল, ইরাকে নিষিদ্ধ অস্ত্র রয়েছে। এটা বলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার মনে করেছে, সত্যি সত্যি আছে, পরের ঘটনা আপনারা জানেন।
র্যাবের কার্যক্রম নিয়ে সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, র্যাব অত্যন্ত পারদর্শীভাবে ও সততার সঙ্গে কাজ করছে। এজন্য বাংলাদেশে সবার কাছে র্যাব গ্রহণযোগ্য। আমাদেরও কাজ করার আছে। যদি কোথাও আইনের ব্যত্যয় হয়, অবশ্যই আমরা সেখানে অ্যাকশন নেব। তিনি বলেন, দু-একটা কেসে র্যাব ক্ষমতার অপব্যবহার করেছিল। তাদের শাস্তি হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা আপনারা জানেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই-বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।
একই দিন আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আমাদের তথ্য অনুযায়ী, বিএনপি অনেক লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট নিয়োগ করা আইনবিরোধী নয়; কিন্তু দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ করল। বিএনপির লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি। তিনি বলেন, দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না।
বিএনপি অনেকদিন ধরে লবিস্ট নিয়োগ করেছে; কিন্তু এতদিন পরে কেন এটি সম্পর্কে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা তো কারও পেছনে লেগে থাকি না। এ ধরনের তথ্য প্রকাশের দায়িত্ব মিডিয়ারও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।