অংশীদারত্বমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন
মিট দ্য প্রেস অনুষ্ঠানে রাষ্ট্রদূত
যুগান্তর প্রতিবেদন
২৮ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে নির্বাচনসংক্রান্ত ঘটনা প্রবাহের ওপর ইইউ গভীর নজর রাখছে। ইইউ চায় বাংলাদেশে অংশীদারত্বমূলক নির্বাচন হোক। নির্বাচন কমিশন গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটিকেও আমরা স্বাগত জানাই। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে এক ব্যক্তির চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই তার কাছে। এটি ব্যক্তিগত চিঠি। এটি পুরো ইইউর কোনো বিষয় নয়। তিনি বলেন, অবশ্যই ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি-এটিও তাই। র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে তার মন্তব্য করা ঠিক হবে না। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে বাংলাদেশ সরকারের পদক্ষেপে দ্রুত সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হোয়াইটলি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে ইইউ কাজ করছে। বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এবং মানবিক দায়িত্ব পালন করে বাংলাদেশ বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে ইইউ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইইউর রাষ্ট্রদূত হিসাবে আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি- দ্রুতই রোহিঙ্গা সংকটের গ্রহণযোগ্য সমাধান হবে।
হোয়াইটলি আরও বলেন, নিবিড় উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে উত্তরোত্তর দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ইইউর সহযোগিতা আরও বিস্তৃত হবে। বাংলাদেশের উন্নয়নে ইইউ অতীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার ছিল, ভবিষ্যতেও থাকবে।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে ইউক্রেন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, এ ব্যাপারে নিজেদের অবস্থান সম্পর্কে ইইউ বাংলাদেশকে জানাতে চায়। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে। বৈঠকের সময় চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র ও ইইউ চেষ্টা করছে। এ বিষয়ে ইইউর স্পষ্ট অবস্থান হলো- ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। ইইউ কোনো সংঘাত দেখতে চায় না। তিনি বলেন, সামরিক চাপ ও সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি পরিস্থিতি উন্নয়নে সহায়ক নয়। এ অবস্থানের কথাই ইইউ বাংলাদেশকে জানাতে চায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিট দ্য প্রেস অনুষ্ঠানে রাষ্ট্রদূত
অংশীদারত্বমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে নির্বাচনসংক্রান্ত ঘটনা প্রবাহের ওপর ইইউ গভীর নজর রাখছে। ইইউ চায় বাংলাদেশে অংশীদারত্বমূলক নির্বাচন হোক। নির্বাচন কমিশন গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটিকেও আমরা স্বাগত জানাই। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে এক ব্যক্তির চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই তার কাছে। এটি ব্যক্তিগত চিঠি। এটি পুরো ইইউর কোনো বিষয় নয়। তিনি বলেন, অবশ্যই ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি-এটিও তাই। র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে তার মন্তব্য করা ঠিক হবে না। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে বাংলাদেশ সরকারের পদক্ষেপে দ্রুত সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হোয়াইটলি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে ইইউ কাজ করছে। বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এবং মানবিক দায়িত্ব পালন করে বাংলাদেশ বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে ইইউ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইইউর রাষ্ট্রদূত হিসাবে আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি- দ্রুতই রোহিঙ্গা সংকটের গ্রহণযোগ্য সমাধান হবে।
হোয়াইটলি আরও বলেন, নিবিড় উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে উত্তরোত্তর দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ইইউর সহযোগিতা আরও বিস্তৃত হবে। বাংলাদেশের উন্নয়নে ইইউ অতীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার ছিল, ভবিষ্যতেও থাকবে।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে ইউক্রেন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, এ ব্যাপারে নিজেদের অবস্থান সম্পর্কে ইইউ বাংলাদেশকে জানাতে চায়। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে। বৈঠকের সময় চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র ও ইইউ চেষ্টা করছে। এ বিষয়ে ইইউর স্পষ্ট অবস্থান হলো- ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। ইইউ কোনো সংঘাত দেখতে চায় না। তিনি বলেন, সামরিক চাপ ও সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি পরিস্থিতি উন্নয়নে সহায়ক নয়। এ অবস্থানের কথাই ইইউ বাংলাদেশকে জানাতে চায়।