গণমানুষের ঢল স্লোগানে স্লোগানে মুখর নগরী
jugantor
গণমানুষের ঢল স্লোগানে স্লোগানে মুখর নগরী

  রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি  

৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে রোববার রাজশাহী মহানগরীতে গণমানুষের ঢল নেমেছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দূর-দূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করে। তাদের আগমনে নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুপুর ১২টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকাও।
নগরী ঘুরে দেখা যায়-সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দলবেঁধে একের পর এক আসতে শুরু করেন। বাস, ট্রেন, মাইক্রো বাস, পিকআপ ভ্যান, অটোরিকশা ও সিএনজি করে নেতাকর্মীরা আসেন। অনেকে হেঁটেও জনসভায় যোগ দেন।
সমাবেশ উপলক্ষ্যে রাজশাহী কলেজিয়েট স্কুল, ঘোষপাড়া মোড়, সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় এবং আলুপট্টি মোড়ে নিরাপত্তা চৌকি এলাকায় বসানো হয়। এ এলাকা দিয়ে নগরীতে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা এসব জায়গায় যানবাহন রেখে বিভিন্ন নেতার পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা অভিমুখে রওনা দেন। একইভাবে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী নেতাকর্মী ও সমর্থকরা সভাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশ উপলক্ষ্যে নগরীর পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে। জনসভা শুরুর আগে অনেকে পর্যটন কেন্দ্রগুলোতে সময় কাটিয়েছেন। পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে নগরীর পদ্মা গার্ডেন, টি-বাঁধ, আইবাঁধসহ নগরীর নয়নাভিরাম সড়কগুলোতে তাদের ঘুরতে ও ছবি তুলতে দেখা যায়। এ ছাড়া জনসভাকে ঘিরে নগরীর হোটেল-রেস্তোরাঁ এবং ফাস্টফুডের দোকানগুলোতে বেচাকেনা বৃদ্ধি পায়।
সমাবেশ ঘিরে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও নিরাপত্তায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। জনসভায় আগত মানুষের জন্য দেড় লাখ পানির বোতলের ব্যবস্থা করা হয়। জনসভার পাশের ঈদগাহ মাঠ, পশ্চিম দিকে সিঅ্যান্ডবি মোড় ও পূর্ব দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এ কারণে জনসভাস্থল থেকে দূরের এসব স্থানে বড় পর্দা ব্যবহার করা হয়।

গণমানুষের ঢল স্লোগানে স্লোগানে মুখর নগরী

 রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি 
৩০ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে রোববার রাজশাহী মহানগরীতে গণমানুষের ঢল নেমেছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দূর-দূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করে। তাদের আগমনে নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুপুর ১২টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকাও। 
নগরী ঘুরে দেখা যায়-সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দলবেঁধে একের পর এক আসতে শুরু করেন। বাস, ট্রেন, মাইক্রো বাস, পিকআপ ভ্যান, অটোরিকশা ও সিএনজি করে নেতাকর্মীরা আসেন। অনেকে হেঁটেও জনসভায় যোগ দেন। 
সমাবেশ উপলক্ষ্যে রাজশাহী কলেজিয়েট স্কুল, ঘোষপাড়া মোড়, সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় এবং আলুপট্টি মোড়ে নিরাপত্তা চৌকি এলাকায় বসানো হয়। এ এলাকা দিয়ে নগরীতে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা এসব জায়গায় যানবাহন রেখে বিভিন্ন নেতার পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা অভিমুখে রওনা দেন। একইভাবে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী নেতাকর্মী ও সমর্থকরা সভাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশ উপলক্ষ্যে নগরীর পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে। জনসভা শুরুর আগে অনেকে পর্যটন কেন্দ্রগুলোতে সময় কাটিয়েছেন। পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে নগরীর পদ্মা গার্ডেন, টি-বাঁধ, আইবাঁধসহ নগরীর নয়নাভিরাম সড়কগুলোতে তাদের ঘুরতে ও ছবি তুলতে দেখা যায়। এ ছাড়া জনসভাকে ঘিরে নগরীর হোটেল-রেস্তোরাঁ এবং ফাস্টফুডের দোকানগুলোতে বেচাকেনা বৃদ্ধি পায়।
সমাবেশ ঘিরে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও নিরাপত্তায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। জনসভায় আগত মানুষের জন্য দেড় লাখ পানির বোতলের ব্যবস্থা করা হয়। জনসভার পাশের ঈদগাহ মাঠ, পশ্চিম দিকে সিঅ্যান্ডবি মোড় ও পূর্ব দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এ কারণে জনসভাস্থল থেকে দূরের এসব স্থানে বড় পর্দা ব্যবহার করা হয়।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন