দিয়া-হাকিমের স্বর্ণপদক জয়
এশিয়া কাপ বিশ্ব র্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণপদক জিতেছেন দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ। রোববার চাইনিজ তাইপেতে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে এই জুটি ৫-৩ সেটে কাজাখস্তানের জুটিকে হারিয়ে স্বর্ণ জেতে। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ হেরেছিল। সেখানে কাজাখস্তান ৩৮-৩৬ পয়েন্টে জেতে। পরের দুই সেট বাংলাদেশ জেতে ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে। পরে বাংলাদেশ তিন সেটে ৪-২ পয়েন্টে লিড পায়। শেষ সেটে ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলে, বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে নেয়।
এর আগে হাকিম আহমেদের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল সবুজের এই জুটি। তবে ব্যক্তিগত ইভেন্টে দিয়া পদক না পেলেও, হাকিম আহমেদ ব্রোঞ্জ জিতেছেন। কাজাখস্তানের আবদুল্লিন ইলফাতকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।
দিয়া-হাকিমের স্বর্ণপদক জয়
ক্রীড়া প্রতিবেদক
২০ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপ বিশ্ব র্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণপদক জিতেছেন দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ। রোববার চাইনিজ তাইপেতে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে এই জুটি ৫-৩ সেটে কাজাখস্তানের জুটিকে হারিয়ে স্বর্ণ জেতে। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ হেরেছিল। সেখানে কাজাখস্তান ৩৮-৩৬ পয়েন্টে জেতে। পরের দুই সেট বাংলাদেশ জেতে ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে। পরে বাংলাদেশ তিন সেটে ৪-২ পয়েন্টে লিড পায়। শেষ সেটে ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলে, বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে নেয়।
এর আগে হাকিম আহমেদের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল সবুজের এই জুটি। তবে ব্যক্তিগত ইভেন্টে দিয়া পদক না পেলেও, হাকিম আহমেদ ব্রোঞ্জ জিতেছেন। কাজাখস্তানের আবদুল্লিন ইলফাতকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023