শুভেচ্ছা বার্তায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ বাইডেনের
jugantor
শুভেচ্ছা বার্তায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ বাইডেনের

  যুগান্তর ডেস্ক  

২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। ২১ মার্চ এ চিঠিটি পাঠানো হলেও ঢাকায় মার্কিন দূতাবাস রোববার তা প্রকাশ করেছে। চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জো বাইডেন বলেছেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা এবং এ মাহাত্ম্য খুব ভালোভাবেই অনুধাবন করেন। কেননা তারা অত্যন্ত সাহসিকতা এবং বীরত্বের সঙ্গে ১৯৭১ সালে লড়াইয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য এবং ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিলেন।

জো বাইডেন বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ নিজের দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে বিশ্বের বুকে আপনি সহমর্মিতা ও উদারতার বিশেষ উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে এবং নৃশংসতার অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মনে করিয়ে দিতে চান যে দুই জাতির জন্যই ‘গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ গভীরভাবে শ্রদ্ধাশীল।

তিনি শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের আন্তরিক অঙ্গীকারের প্রশংসা করেন। বাইডেন বলেন, ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান মিনিস্ট্রিয়াল যৌথ আয়োজনের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এটি বৈশ্বিক মহামারি শেষ করার রাজনৈতিক অঙ্গীকারকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৫০ বছরেরও বেশি সময়ে কূটনৈতিক সম্পর্কের মধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেককিছু অর্জন করেছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদার করা এবং একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ তৈরি করার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

চিঠির শেষে জো বাইডেন আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে লিখেছেন, আজকের এ শুভ দিন উদ্যাপনে আপনি এবং বাংলাদেশের সব জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!

শুভেচ্ছা বার্তায় সুষ্ঠু নির্বাচনের তাগিদ বাইডেনের

 যুগান্তর ডেস্ক 
২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। ২১ মার্চ এ চিঠিটি পাঠানো হলেও ঢাকায় মার্কিন দূতাবাস রোববার তা প্রকাশ করেছে। চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জো বাইডেন বলেছেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা এবং এ মাহাত্ম্য খুব ভালোভাবেই অনুধাবন করেন। কেননা তারা অত্যন্ত সাহসিকতা এবং বীরত্বের সঙ্গে ১৯৭১ সালে লড়াইয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য এবং ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিলেন।

জো বাইডেন বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ নিজের দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে বিশ্বের বুকে আপনি সহমর্মিতা ও উদারতার বিশেষ উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে এবং নৃশংসতার অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মনে করিয়ে দিতে চান যে দুই জাতির জন্যই ‘গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ গভীরভাবে শ্রদ্ধাশীল।

তিনি শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের আন্তরিক অঙ্গীকারের প্রশংসা করেন। বাইডেন বলেন, ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান মিনিস্ট্রিয়াল যৌথ আয়োজনের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এটি বৈশ্বিক মহামারি শেষ করার রাজনৈতিক অঙ্গীকারকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৫০ বছরেরও বেশি সময়ে কূটনৈতিক সম্পর্কের মধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেককিছু অর্জন করেছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রতিক্রিয়ায় অংশীদার করা এবং একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ তৈরি করার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

চিঠির শেষে জো বাইডেন আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে লিখেছেন, আজকের এ শুভ দিন উদ্যাপনে আপনি এবং বাংলাদেশের সব জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন