বাজেট ঘোষণায় আ’লীগের রেকর্ড
দেশের ইতিহাসে বাজেট ঘোষণায় রেকর্ড করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। মোট ৪৯টি বাজেটের মধ্যে ২২টিই আওয়ামী লীগ সরকারের।
এর মধ্যে বর্তমান সরকারের টানা তিন মেয়াদে ১২টিসহ মোট ১৮টি বাজেটই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দেশের ইতিহাসে এর আগে কোনো সরকার টানা ১১টি বাজেট উপস্থাপন করতে পারেনি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকালে জাতীয় সংসদে দেশের ৪৯তম বাজেট পেশ করবেন।
১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ উপস্থাপিত সেই বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার।
এরপর ১৯৭৩ ও ১৯৭৪ সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭৫ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ড. এআর মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন, যা ছিল বঙ্গবন্ধু সরকারের শেষ বাজেট।
ওই বাজেটের আকার ছিল ১ হাজার ৫৪৯ কোটি ১৯ লাখ টাকা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর টানা ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাজেট ঘোষণায় আ’লীগের রেকর্ড
দেশের ইতিহাসে বাজেট ঘোষণায় রেকর্ড করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। মোট ৪৯টি বাজেটের মধ্যে ২২টিই আওয়ামী লীগ সরকারের।
এর মধ্যে বর্তমান সরকারের টানা তিন মেয়াদে ১২টিসহ মোট ১৮টি বাজেটই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দেশের ইতিহাসে এর আগে কোনো সরকার টানা ১১টি বাজেট উপস্থাপন করতে পারেনি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকালে জাতীয় সংসদে দেশের ৪৯তম বাজেট পেশ করবেন।
১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ উপস্থাপিত সেই বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার।
এরপর ১৯৭৩ ও ১৯৭৪ সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭৫ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ড. এআর মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন, যা ছিল বঙ্গবন্ধু সরকারের শেষ বাজেট।
ওই বাজেটের আকার ছিল ১ হাজার ৫৪৯ কোটি ১৯ লাখ টাকা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর টানা ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল।