অর্থমন্ত্রীর যত চ্যালেঞ্জ
করোনাভাইরাসের ছোবলে যখন অর্থনীতি বিপর্যন্ত, সেই সময়ে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেট প্রণয়নে তাকে যেমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, তেমনি বাজেট পেশ, পাস ও বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। এবার তিনি তার দ্বিতীয় বাজেট পেশ করছেন। গত বছর তিনি প্রথম বাজেট দিয়েছিলেন। তার প্রথম বাজেটের নয় মাসের মাথায়ই করোনার ছোবল আসে, যা এখনও অব্যাহত আছে। আগামী অর্থবছরের একটা সময়ও হয়তো এ ছোবলের ক্ষতি বহন করতে হবে। ফলে অর্থনীতিতে চলতি অর্থবছরে যেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তেমনি আগামী অর্থবছরে আরও বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে আছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা, রাজস্ব আয় বাড়ানো, রফতানি আয় বাড়ানো, রেমিটেন্স প্রবৃদ্ধি বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরিয়ে নেয়া, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার মতো কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বৈদেশিক মুদ্রার ভারসাম্য রাখার ক্ষেত্রে। কেননা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রফতানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতোমধ্যে ভয়ানকভাবে কমে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্থমন্ত্রীর যত চ্যালেঞ্জ
করোনাভাইরাসের ছোবলে যখন অর্থনীতি বিপর্যন্ত, সেই সময়ে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেট প্রণয়নে তাকে যেমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, তেমনি বাজেট পেশ, পাস ও বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। এবার তিনি তার দ্বিতীয় বাজেট পেশ করছেন। গত বছর তিনি প্রথম বাজেট দিয়েছিলেন। তার প্রথম বাজেটের নয় মাসের মাথায়ই করোনার ছোবল আসে, যা এখনও অব্যাহত আছে। আগামী অর্থবছরের একটা সময়ও হয়তো এ ছোবলের ক্ষতি বহন করতে হবে। ফলে অর্থনীতিতে চলতি অর্থবছরে যেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তেমনি আগামী অর্থবছরে আরও বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে আছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা, রাজস্ব আয় বাড়ানো, রফতানি আয় বাড়ানো, রেমিটেন্স প্রবৃদ্ধি বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরিয়ে নেয়া, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার মতো কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বৈদেশিক মুদ্রার ভারসাম্য রাখার ক্ষেত্রে। কেননা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রফতানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতোমধ্যে ভয়ানকভাবে কমে গেছে।