কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী
যুগান্তর প্রতিবেদন
১০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্ত্তী। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স রোববার এ তথ্য জানায়। ২ জানুয়ারি তাকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। চক্রবর্ত্তী ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক বগুড়া ও রংপুর কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আইন বিভাগ, ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্ত্তী। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স রোববার এ তথ্য জানায়। ২ জানুয়ারি তাকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। চক্রবর্ত্তী ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক বগুড়া ও রংপুর কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আইন বিভাগ, ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি।