চট্টগ্রামে স্টার্টআপ ইনকিউবেশন শুরু
প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে স্টার্টআপদের প্রশিক্ষণে শুরু হয়েছে স্টার্টআপ ইনকিউবেশন। ‘ফর অ্যাসপায়ারিং টেকনোপ্রিনিউরস অ্যান্ড ইনোভেটরস’ স্লোগানে শনিবার এ ‘স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেশন’ উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক আরএইচএম আলাওল কবির এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকরা। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নতুনত্ব এবং উৎপাদনশীলতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি নলেজ-বেজড ইকোনমি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ইনকিউবেশন হল, ৫০ দিনের একটি শিক্ষামূলক কর্মশালা। এখানে বাছাইকৃত স্টার্টআপদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে পিচ ডেক বানানো, নেটওয়ার্কিং, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ব্র্যান্ডিং, আইনি সহায়তা ও বিজনেস মডেল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো আইডিয়া প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা প্রি-সিড তহবিলের জন্য আবেদন করতে পারবে এবং সরাসরি সিলেকশন কমিটির সামনে পিচিং করার সুযোগ পাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে স্টার্টআপ ইনকিউবেশন শুরু
প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে স্টার্টআপদের প্রশিক্ষণে শুরু হয়েছে স্টার্টআপ ইনকিউবেশন। ‘ফর অ্যাসপায়ারিং টেকনোপ্রিনিউরস অ্যান্ড ইনোভেটরস’ স্লোগানে শনিবার এ ‘স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেশন’ উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক আরএইচএম আলাওল কবির এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকরা। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নতুনত্ব এবং উৎপাদনশীলতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি নলেজ-বেজড ইকোনমি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ইনকিউবেশন হল, ৫০ দিনের একটি শিক্ষামূলক কর্মশালা। এখানে বাছাইকৃত স্টার্টআপদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে পিচ ডেক বানানো, নেটওয়ার্কিং, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ব্র্যান্ডিং, আইনি সহায়তা ও বিজনেস মডেল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো আইডিয়া প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা প্রি-সিড তহবিলের জন্য আবেদন করতে পারবে এবং সরাসরি সিলেকশন কমিটির সামনে পিচিং করার সুযোগ পাবে।