নেটফ্লিক্সের ফ্রি ট্রায়াল বন্ধ
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নতুন গ্রাহক পেতে ফ্রি কনটেন্ট দেখার সুযোগ বন্ধ করেছে।
তবে এ সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রায়ালের পরিবর্তে তারা ইউটিউবে কিছু কনটেন্ট ফ্রিতে দেখার সুযোগ দেবে। এছাড়াও নিজেদের প্ল্যাটফর্মে কনটেন্ট স্যাম্পলিং হিসেবে ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’ সিনেমাটি ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে তারা।
নেটফ্লিক্সের মুখপাত্র জানিয়েছেন, নতুন গ্রাহক পেতে ব্যবসায়িক কৌশল বদলাবে তারা। কনটেন্টের মান কেমন- তা বোঝানোর জন্য ফ্রি ট্রায়ালের মাধ্যমে গ্রাহককে আকৃষ্ট করে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। প্রচারণার কৌশল হিসেবে এক সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত ফ্রি ট্রায়ালের সেবা দিয়ে থাকে।
সম্প্রতি যেমন অ্যাপল টিভি প্লাসে ফ্রি ট্রায়ালের মেয়াদ ৩ মাস বাড়িয়েছে অ্যাপল। তবে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার তুঙ্গে থাকায় নেটফ্লিক্স হয়তো ফ্রি ট্রায়াল সুবিধা রাখার প্রয়োজনীয়তা দেখছে না। যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের বেসিক প্যাকেজ শুরু হয় ৯ ডলার থেকে। প্রিমিয়াম সেবার জন্য খরচ করতে হয় ১৬ ডলার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেটফ্লিক্সের ফ্রি ট্রায়াল বন্ধ
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নতুন গ্রাহক পেতে ফ্রি কনটেন্ট দেখার সুযোগ বন্ধ করেছে।
তবে এ সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রায়ালের পরিবর্তে তারা ইউটিউবে কিছু কনটেন্ট ফ্রিতে দেখার সুযোগ দেবে। এছাড়াও নিজেদের প্ল্যাটফর্মে কনটেন্ট স্যাম্পলিং হিসেবে ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’ সিনেমাটি ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে তারা।
নেটফ্লিক্সের মুখপাত্র জানিয়েছেন, নতুন গ্রাহক পেতে ব্যবসায়িক কৌশল বদলাবে তারা। কনটেন্টের মান কেমন- তা বোঝানোর জন্য ফ্রি ট্রায়ালের মাধ্যমে গ্রাহককে আকৃষ্ট করে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। প্রচারণার কৌশল হিসেবে এক সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত ফ্রি ট্রায়ালের সেবা দিয়ে থাকে।
সম্প্রতি যেমন অ্যাপল টিভি প্লাসে ফ্রি ট্রায়ালের মেয়াদ ৩ মাস বাড়িয়েছে অ্যাপল। তবে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার তুঙ্গে থাকায় নেটফ্লিক্স হয়তো ফ্রি ট্রায়াল সুবিধা রাখার প্রয়োজনীয়তা দেখছে না। যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের বেসিক প্যাকেজ শুরু হয় ৯ ডলার থেকে। প্রিমিয়াম সেবার জন্য খরচ করতে হয় ১৬ ডলার।