কর্মীদের জন্য মাইক্রোসফটের টুল
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট অফিসে কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ নজরদারি ও মূল্যায়ন করতে নতুন টুল নিয়ে কাজ করছে। পুরো ব্যাপারটি কেমন হবে- এ নিয়ে একটি কাঠামো বা পেটেন্টও তৈরি করা হয়েছে। মাইক্রোসফটের এ টুলটি অফিস মিটিং কিংবা ভার্চুয়াল আলাপের সময় কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ ও মুখের ভঙ্গি পর্যবেক্ষণ করবে। এরপর তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ‘কোয়ালিটি স্কোর’ নির্ধারণ করবে। এ কাজে বিশেষ সেন্সর ব্যবহার করবে মাইক্রোসফট। তবে কর্মীদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও মাথায় রাখবে বিশ্বখ্যাত এ টেক জায়ান্ট। কোনো প্রজেক্ট বা সেবা আনার আগে সাধারণত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান হয় না। তবে মাইক্রোসফটের এ ব্যাপারটি নিয়ে রাখঢাক করেনি। এ প্রজেক্ট নথিভুক্ত হয় ‘মিটিং ইনসাইট কম্পিউটিং সিস্টেম’ নামে গত জুলাইয়ে। এ নথিতে কর্মীদের স্মার্টফোনের কিছু টাস্ক পর্যবেক্ষণসহ বেশ কিছু পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কর্মীদের জন্য মাইক্রোসফটের টুল
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট অফিসে কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ নজরদারি ও মূল্যায়ন করতে নতুন টুল নিয়ে কাজ করছে। পুরো ব্যাপারটি কেমন হবে- এ নিয়ে একটি কাঠামো বা পেটেন্টও তৈরি করা হয়েছে। মাইক্রোসফটের এ টুলটি অফিস মিটিং কিংবা ভার্চুয়াল আলাপের সময় কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ ও মুখের ভঙ্গি পর্যবেক্ষণ করবে। এরপর তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ‘কোয়ালিটি স্কোর’ নির্ধারণ করবে। এ কাজে বিশেষ সেন্সর ব্যবহার করবে মাইক্রোসফট। তবে কর্মীদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও মাথায় রাখবে বিশ্বখ্যাত এ টেক জায়ান্ট। কোনো প্রজেক্ট বা সেবা আনার আগে সাধারণত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান হয় না। তবে মাইক্রোসফটের এ ব্যাপারটি নিয়ে রাখঢাক করেনি। এ প্রজেক্ট নথিভুক্ত হয় ‘মিটিং ইনসাইট কম্পিউটিং সিস্টেম’ নামে গত জুলাইয়ে। এ নথিতে কর্মীদের স্মার্টফোনের কিছু টাস্ক পর্যবেক্ষণসহ বেশ কিছু পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়।