অ্যামাজনের ক্লাউডে ম্যাকওএস
অ্যামাজন নিজেদের ক্লাউড সেবায় প্রথমবারের মতো অ্যাপলের ম্যাকওএস নিয়ে আসছে। অ্যাপ ডেভেলপাররা যাতে অ্যাপল ডিভাইসে ‘অন-ডিমান্ড’ সুবিধায় অপারেটিং সিস্টেমটি চালাতে পারেন, সে লক্ষ্যেই কাজটি করছে তারা। সেবাটি ‘অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (ইসি২) ইনস্ট্যান্সেস’ নামে পরিচিত। এটি ম্যাক মিনি কম্পিউটারে চলবে এবং ডেভেলপারদের আইফোন, আইপ্যাড, মাক, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং সাফারির জন্য অ্যাপ তৈরি করতে দেবে। এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সোমবার ক্লাউডে ম্যাকওএস আনার খবর জানিয়েছে অ্যামাজন। এর আগে উইন্ডোজ ও লিনাক্সের জন্য ‘ইসি২ ইনস্ট্যান্সেস’ সেবা নিয়ে এসেছিল অ্যামাজন। ইসি২ ম্যাক ইন্সট্যান্সেস-এর জন্য ইনটেল অষ্টম প্রজন্মের ৩.২ গিগাহার্টজের কোরআই ৭ প্রসেসরের ম্যাক মিনি বেছে নিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অ্যামাজনের ক্লাউডে ম্যাকওএস
অ্যামাজন নিজেদের ক্লাউড সেবায় প্রথমবারের মতো অ্যাপলের ম্যাকওএস নিয়ে আসছে। অ্যাপ ডেভেলপাররা যাতে অ্যাপল ডিভাইসে ‘অন-ডিমান্ড’ সুবিধায় অপারেটিং সিস্টেমটি চালাতে পারেন, সে লক্ষ্যেই কাজটি করছে তারা। সেবাটি ‘অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (ইসি২) ইনস্ট্যান্সেস’ নামে পরিচিত। এটি ম্যাক মিনি কম্পিউটারে চলবে এবং ডেভেলপারদের আইফোন, আইপ্যাড, মাক, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং সাফারির জন্য অ্যাপ তৈরি করতে দেবে। এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সোমবার ক্লাউডে ম্যাকওএস আনার খবর জানিয়েছে অ্যামাজন। এর আগে উইন্ডোজ ও লিনাক্সের জন্য ‘ইসি২ ইনস্ট্যান্সেস’ সেবা নিয়ে এসেছিল অ্যামাজন। ইসি২ ম্যাক ইন্সট্যান্সেস-এর জন্য ইনটেল অষ্টম প্রজন্মের ৩.২ গিগাহার্টজের কোরআই ৭ প্রসেসরের ম্যাক মিনি বেছে নিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।