ই-বিজনেস স্কলার অ্যাওয়ার্ড পেল ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
আইটি ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের প্রথম অনলাইন বিজনেসভিত্তিক লার্নিং প্ল্যাটফরম ই-বিজনেস স্কলার-এর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে ৬টা ক্যাটাগরিতে ৬০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্ল্যাটফরমের বর্ষপূর্তি ও উদ্যোক্তাদের মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ই-বিজনেস স্কলার-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাঈদ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের ই-কমার্সের প্রধান রেজওয়ানুল হক জামি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিবলী শাহরিয়ার, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শিপন, বাংলাদেশ কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন-এর যুগ্ম সম্পাদক আহসান হাবিব সেতু, চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, ক্যারিকরো লিমিটেডের সিইও আজহারুল চৌধুরী, সিএমইডি হেলথ-এর প্রতিষ্ঠাতা খন্দকার আব্দুল্লাহ আল মামুন ও আদি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাতিমা বেগম। এ সময় সাঈদ রহমান বলেন, কোভিড-১৯ সংক্রমণ হ্রাসে সামাজিক দূরত্ব মানার কারণে প্রথাগত ব্যবসায়িক খাতগুলো ক্ষতিগ্রস্ত হলেও বিকাশ লাভ করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যভিত্তিক ই-কমার্স ব্যবসায়। ই-কমার্স খাতকে টেকসই, দক্ষ জনশক্তি তৈরি ও সংগঠিত করতে কাজ করছে ই-বিজনেস স্কলার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ই-বিজনেস স্কলার অ্যাওয়ার্ড পেল ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের প্রথম অনলাইন বিজনেসভিত্তিক লার্নিং প্ল্যাটফরম ই-বিজনেস স্কলার-এর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে ৬টা ক্যাটাগরিতে ৬০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্ল্যাটফরমের বর্ষপূর্তি ও উদ্যোক্তাদের মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ই-বিজনেস স্কলার-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাঈদ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের ই-কমার্সের প্রধান রেজওয়ানুল হক জামি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিবলী শাহরিয়ার, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শিপন, বাংলাদেশ কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন-এর যুগ্ম সম্পাদক আহসান হাবিব সেতু, চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, ক্যারিকরো লিমিটেডের সিইও আজহারুল চৌধুরী, সিএমইডি হেলথ-এর প্রতিষ্ঠাতা খন্দকার আব্দুল্লাহ আল মামুন ও আদি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাতিমা বেগম। এ সময় সাঈদ রহমান বলেন, কোভিড-১৯ সংক্রমণ হ্রাসে সামাজিক দূরত্ব মানার কারণে প্রথাগত ব্যবসায়িক খাতগুলো ক্ষতিগ্রস্ত হলেও বিকাশ লাভ করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যভিত্তিক ই-কমার্স ব্যবসায়। ই-কমার্স খাতকে টেকসই, দক্ষ জনশক্তি তৈরি ও সংগঠিত করতে কাজ করছে ই-বিজনেস স্কলার।