হ্যাকিং নিয়ে কথা বলেছে গুগল
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা নিয়ে ছয় পর্বের প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২০ সালের শুরুর দিকে এ ঘটনা প্রথম গুগলের নজরে আসে। এরপর তারা এ ব্যাপারে তদন্ত শুরু করে।
অনেক দিন পরে হলেও প্রতিবেদনের মাধ্যমে এ নিয়ে মুখ খুলল গুগল। গুগলের সিকিউরিটি টিম প্রজেক্ট জিরো জানায়, সাইবার অপরাধীরা দুটি সার্ভারের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে লক্ষ্যবস্তুগুলোয় এক্সপ্লয়েট চালান দেয়।
একটি সার্ভারের মাধ্যমে উইন্ডোজ ও আরেকটি সার্ভারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিশানা করা হয়। উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে এক্সপ্লয়েট সক্রিয় হয়ে বাগ (প্রোগ্রাম বা সফটওয়্যারের দুর্বলতা ও ত্রুটি) শনাক্ত করে সে অনুযায়ী কারসাজি করে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়েছে অপরাধীরা।
ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে ডিভাইসে সক্রিয়ভাবে অবস্থান ও নিয়ন্ত্রণ নিতে সক্ষম এক্সপ্লয়েট ব্যবহার করেছে হ্যাকাররা। এ ঘটনা নিজেদের মধ্যে জানাজানির পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্রোম ও এপ্রিলে উইন্ডোজের বাগ বা ত্রুটি সমাধান করে ফেলে গুগল ও মাইক্রোসফট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যাকিং নিয়ে কথা বলেছে গুগল
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা নিয়ে ছয় পর্বের প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২০ সালের শুরুর দিকে এ ঘটনা প্রথম গুগলের নজরে আসে। এরপর তারা এ ব্যাপারে তদন্ত শুরু করে।
অনেক দিন পরে হলেও প্রতিবেদনের মাধ্যমে এ নিয়ে মুখ খুলল গুগল। গুগলের সিকিউরিটি টিম প্রজেক্ট জিরো জানায়, সাইবার অপরাধীরা দুটি সার্ভারের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে লক্ষ্যবস্তুগুলোয় এক্সপ্লয়েট চালান দেয়।
একটি সার্ভারের মাধ্যমে উইন্ডোজ ও আরেকটি সার্ভারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিশানা করা হয়। উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে এক্সপ্লয়েট সক্রিয় হয়ে বাগ (প্রোগ্রাম বা সফটওয়্যারের দুর্বলতা ও ত্রুটি) শনাক্ত করে সে অনুযায়ী কারসাজি করে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়েছে অপরাধীরা।
ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে ডিভাইসে সক্রিয়ভাবে অবস্থান ও নিয়ন্ত্রণ নিতে সক্ষম এক্সপ্লয়েট ব্যবহার করেছে হ্যাকাররা। এ ঘটনা নিজেদের মধ্যে জানাজানির পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্রোম ও এপ্রিলে উইন্ডোজের বাগ বা ত্রুটি সমাধান করে ফেলে গুগল ও মাইক্রোসফট।