অ্যালামনাইদের প্ল্যাটফরম গ্র্যাজুয়েট নেটওয়ার্ক
আইটি ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে কর্মজীবনে ব্যস্ত সময় কাটে সবার। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা কে কোথায় আছেন, কী করছেন, কে কী গবেষণা বা উদ্যোগ নিয়ে কাজ করছেন, সবার সম্পর্কে না জানা ও যোগাযোগের বিরতির জন্য জানাও দুষ্কর। তবে গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমের (www.gradnet.io) মাধ্যমে সহজেই যুক্ত থাকতে পারবেন অ্যালামনাইদের সঙ্গে। একত্রে মিলে দেশ, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের উন্নয়ন বা আর্থিকভাবে বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করতে পারবেন। জানা যাবে কে কোথায় আছেন, কে কী করছেন এবং কীভাবে নেটওয়ার্কটা কাজে লাগিয়ে মহৎ কোনো কাজ করে সমাজের এবং আপনার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা যায়। গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমটি তৈরি করেছেন দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনেক্সট লিমিটেড। প্রতিষ্ঠানটি কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রিজওয়ানুল হক বলেন, বছরে শুধু রিইউনিয়নে অ্যালামনাই সদস্যের সাক্ষাৎ হয়। এ মেধাবী সাবেক ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি সাধনে কাজ বা একত্রে মিলে কোনো ভালো কাজ হচ্ছে না, শুধু নিয়মিত যোগাযোগ ও সঠিক প্ল্যাটফরমের অভাবে। সেই অভাব দূর করতে গ্র্যাজুয়েট নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমে অ্যালামনাইদের নিজস্ব প্রোফাইল খোলার সুবিধা রয়েছে। চাইলে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট, ফান্ডরেইজ করা, মেম্বারশিপ ফি কালেক্ট করা, জব সার্চ, এমনকি সিভি তৈরির সুবিধা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অ্যালামনাইদের প্ল্যাটফরম গ্র্যাজুয়েট নেটওয়ার্ক
বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে কর্মজীবনে ব্যস্ত সময় কাটে সবার। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা কে কোথায় আছেন, কী করছেন, কে কী গবেষণা বা উদ্যোগ নিয়ে কাজ করছেন, সবার সম্পর্কে না জানা ও যোগাযোগের বিরতির জন্য জানাও দুষ্কর। তবে গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমের (www.gradnet.io) মাধ্যমে সহজেই যুক্ত থাকতে পারবেন অ্যালামনাইদের সঙ্গে। একত্রে মিলে দেশ, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের উন্নয়ন বা আর্থিকভাবে বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করতে পারবেন। জানা যাবে কে কোথায় আছেন, কে কী করছেন এবং কীভাবে নেটওয়ার্কটা কাজে লাগিয়ে মহৎ কোনো কাজ করে সমাজের এবং আপনার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা যায়। গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমটি তৈরি করেছেন দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনেক্সট লিমিটেড। প্রতিষ্ঠানটি কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রিজওয়ানুল হক বলেন, বছরে শুধু রিইউনিয়নে অ্যালামনাই সদস্যের সাক্ষাৎ হয়। এ মেধাবী সাবেক ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি সাধনে কাজ বা একত্রে মিলে কোনো ভালো কাজ হচ্ছে না, শুধু নিয়মিত যোগাযোগ ও সঠিক প্ল্যাটফরমের অভাবে। সেই অভাব দূর করতে গ্র্যাজুয়েট নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। গ্র্যাজুয়েট নেটওয়ার্ক প্ল্যাটফরমে অ্যালামনাইদের নিজস্ব প্রোফাইল খোলার সুবিধা রয়েছে। চাইলে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট, ফান্ডরেইজ করা, মেম্বারশিপ ফি কালেক্ট করা, জব সার্চ, এমনকি সিভি তৈরির সুবিধা।