উইন্ডোজ ১০ কি-বোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট
ডিজিটাল বিপ্লবের এ সময়ে কম্পিউটার কিংবা ল্যাপটপ প্রতিদিনের কাজের সঙ্গী। পাড়ার মুদিখানা থেকে রেস্টুরেন্ট-সব জায়গায়ই এখন কম্পিউটারের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন কাজ করতে কম্পিউটারের সঙ্গে অন্যান্য অনুষঙ্গ যেমন, মাউস এবং কি-বোর্ড ব্যবহার করতে হয়। এতে অনেক সময় অপচয় হয়। কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, এগুলো আয়ত্ত করলে খুব স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা যায়। যুগান্তরের আজকের টিপসে উইন্ডোজ ভার্সন ১০ কি-বোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট। লিখেছেন-আফরোজা আক্তার আন্নী
কোনো লেখা কপি করতে Ctrl+C চাপুন; আবার কোনো লেখা কাট (পুরোপুরি নিয়ে আসার জন্য) করতে Ctrl+X চাপুন; কপি বা কাট করা ডকুমেন্টটি পেতে (পেস্ট) করতে চাপুন Ctrl+V; পূর্বের অবস্থায় ফিরতে Ctrl+Z চাপুন; খুলে রাখা অ্যাপ্লিকেশন পরিবর্তন করতে চাপুন Alt+tab; খুলে রাখা অ্যাপ্লিকেশন বন্ধ করতে চাপুন Alt+tab; কম্পিউটার লক করতে চাপুন Windows logo+L; অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডেস্কটপে যেতে Windows logo+D চাপুন; সাইন ইন স্ক্রিনে পাসওয়ার্ড দেখতে Alt+F8 চাপুন; উইন্ডো রিফ্রেশ করতে চাপুন Ctrl+R বা F5।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উইন্ডোজ ১০ কি-বোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট
ডিজিটাল বিপ্লবের এ সময়ে কম্পিউটার কিংবা ল্যাপটপ প্রতিদিনের কাজের সঙ্গী। পাড়ার মুদিখানা থেকে রেস্টুরেন্ট-সব জায়গায়ই এখন কম্পিউটারের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন কাজ করতে কম্পিউটারের সঙ্গে অন্যান্য অনুষঙ্গ যেমন, মাউস এবং কি-বোর্ড ব্যবহার করতে হয়। এতে অনেক সময় অপচয় হয়। কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, এগুলো আয়ত্ত করলে খুব স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা যায়। যুগান্তরের আজকের টিপসে উইন্ডোজ ভার্সন ১০ কি-বোর্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট। লিখেছেন-আফরোজা আক্তার আন্নী
কোনো লেখা কপি করতে Ctrl+C চাপুন; আবার কোনো লেখা কাট (পুরোপুরি নিয়ে আসার জন্য) করতে Ctrl+X চাপুন; কপি বা কাট করা ডকুমেন্টটি পেতে (পেস্ট) করতে চাপুন Ctrl+V; পূর্বের অবস্থায় ফিরতে Ctrl+Z চাপুন; খুলে রাখা অ্যাপ্লিকেশন পরিবর্তন করতে চাপুন Alt+tab; খুলে রাখা অ্যাপ্লিকেশন বন্ধ করতে চাপুন Alt+tab; কম্পিউটার লক করতে চাপুন Windows logo+L; অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডেস্কটপে যেতে Windows logo+D চাপুন; সাইন ইন স্ক্রিনে পাসওয়ার্ড দেখতে Alt+F8 চাপুন; উইন্ডো রিফ্রেশ করতে চাপুন Ctrl+R বা F5।