ম্যাকে মিলেছে ম্যালওয়্যারের অস্তিত্ব
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম এবং ডিভাইস নিয়ে বরাবরই আত্মনির্ভরশীল। আর ব্যবহারকারীরাও কম্পিউটারে কখনো ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ হয় না-এমন ধারণা নিয়েই ম্যাক ব্যবহার করেন। কিন্তু হঠাৎই দুঃসংবাদ এলো ম্যাক গ্রাহকদের জন্য। সম্প্রতি ম্যাক কম্পিউটারে রহস্যময় এক ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন নিরাপত্তা গবেষকরা। অঘটন ঘটিয়ে নিজেকে মুছে দেওয়ার ক্ষমতা রয়েছে ওই ম্যালওয়্যারটির মধ্যে। এতে করে কোনো ম্যাক আক্রান্ত হওয়ার পর ঠিক কী কারণে সমস্যা হচ্ছে, তা আর জানা যেত না। তবে, গবেষকদের চোখ ফাঁকি দিতে পারেনি ম্যালওয়্যারটি। এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ম্যালওয়্যারবাইটস ও রেডক্যানারির নিরাপত্তা গবেষকরা প্রায় ৩০ হাজার ম্যাকে রহস্যময় ওই ম্যালওয়্যার খুঁজে পেয়েছেন। এর আক্রমণের কারণে ম্যাকে ঠিক কী হতে পারত, তা এখনো জানা যায়নি। গবেষকরা এর নাম দিয়েছেন ‘সিলভার স্প্যারো’। এ ব্যাপারে ব্লগপোস্ট প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা রেডক্যানারি। ওই ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে: একটি নয়, ম্যালওয়্যারের একাধিক সংস্করণ খুঁজে পেয়েছে তারা। ইনটেল চিপচালিত ম্যাকে আক্রমণ করতে পারবে-এমন ম্যালওয়্যারের পাশাপাশি অ্যাপলের এম১ চিপচালিত ম্যাকে আক্রমণ করতে পারবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ম্যাকে মিলেছে ম্যালওয়্যারের অস্তিত্ব
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম এবং ডিভাইস নিয়ে বরাবরই আত্মনির্ভরশীল। আর ব্যবহারকারীরাও কম্পিউটারে কখনো ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ হয় না-এমন ধারণা নিয়েই ম্যাক ব্যবহার করেন। কিন্তু হঠাৎই দুঃসংবাদ এলো ম্যাক গ্রাহকদের জন্য। সম্প্রতি ম্যাক কম্পিউটারে রহস্যময় এক ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন নিরাপত্তা গবেষকরা। অঘটন ঘটিয়ে নিজেকে মুছে দেওয়ার ক্ষমতা রয়েছে ওই ম্যালওয়্যারটির মধ্যে। এতে করে কোনো ম্যাক আক্রান্ত হওয়ার পর ঠিক কী কারণে সমস্যা হচ্ছে, তা আর জানা যেত না। তবে, গবেষকদের চোখ ফাঁকি দিতে পারেনি ম্যালওয়্যারটি। এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ম্যালওয়্যারবাইটস ও রেডক্যানারির নিরাপত্তা গবেষকরা প্রায় ৩০ হাজার ম্যাকে রহস্যময় ওই ম্যালওয়্যার খুঁজে পেয়েছেন। এর আক্রমণের কারণে ম্যাকে ঠিক কী হতে পারত, তা এখনো জানা যায়নি। গবেষকরা এর নাম দিয়েছেন ‘সিলভার স্প্যারো’। এ ব্যাপারে ব্লগপোস্ট প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা রেডক্যানারি। ওই ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে: একটি নয়, ম্যালওয়্যারের একাধিক সংস্করণ খুঁজে পেয়েছে তারা। ইনটেল চিপচালিত ম্যাকে আক্রমণ করতে পারবে-এমন ম্যালওয়্যারের পাশাপাশি অ্যাপলের এম১ চিপচালিত ম্যাকে আক্রমণ করতে পারবে।