অ্যান্ড্রয়েডে এলো টুইটার স্পেসেস
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের অডিও চ্যাটরুম ‘স্পেসেস’ নিয়ে এসেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইট বার্তায় এ ব্যাপারে জানানো হয়েছে। এর আগে জানুয়ারিতে আইওএস ব্যবহারকারীদের জন্য স্পেসেসের সীমিত সংস্করণ নিয়ে এসেছিল টুইটার। আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সবাই স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারলেও খুব অল্প কয়েকজন-ই স্পেসেসের মাধ্যমে রুম হোস্ট করতে পারেন। যদিও প্রতিষ্ঠানটি অবশ্য আগেই জানিয়েছিল, ‘খুব ছোট একটি মতামত দাতা দল’ দিয়ে শুরু করছে তারা।
এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদেরও এতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হলো এবং টুইটার জানিয়েছে, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে ওই সেবায় অগ্রাধিকার দেবে তারা। টুইটারের সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীও এখন থেকে স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারবেন। তবে, কবে নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্পেসেস হোস্ট করতে পারবেন, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র বলছেন, ‘শিগগির’ অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সুযোগটি আসছে।
কণ্ঠনির্ভর ফিচার নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করছে টুইটার। বেটা সংস্করণে স্পেসেস আনা ছাড়াও গত জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য অডিও টুইট নিয়ে এসেছে তারা। ১৪০ সেকেন্ড সময়সীমায় সীমিত কিছু ব্যবহারকারীকে অডিও বার্তা রেকর্ড ও পাঠানোর সুযোগ করে দিয়েছে ফিচারটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অ্যান্ড্রয়েডে এলো টুইটার স্পেসেস
মাইক্রো ব্লগিং সাইট টুইটার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের অডিও চ্যাটরুম ‘স্পেসেস’ নিয়ে এসেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইট বার্তায় এ ব্যাপারে জানানো হয়েছে। এর আগে জানুয়ারিতে আইওএস ব্যবহারকারীদের জন্য স্পেসেসের সীমিত সংস্করণ নিয়ে এসেছিল টুইটার। আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সবাই স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারলেও খুব অল্প কয়েকজন-ই স্পেসেসের মাধ্যমে রুম হোস্ট করতে পারেন। যদিও প্রতিষ্ঠানটি অবশ্য আগেই জানিয়েছিল, ‘খুব ছোট একটি মতামত দাতা দল’ দিয়ে শুরু করছে তারা।
এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদেরও এতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হলো এবং টুইটার জানিয়েছে, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে ওই সেবায় অগ্রাধিকার দেবে তারা। টুইটারের সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীও এখন থেকে স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারবেন। তবে, কবে নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্পেসেস হোস্ট করতে পারবেন, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র বলছেন, ‘শিগগির’ অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সুযোগটি আসছে।
কণ্ঠনির্ভর ফিচার নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করছে টুইটার। বেটা সংস্করণে স্পেসেস আনা ছাড়াও গত জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য অডিও টুইট নিয়ে এসেছে তারা। ১৪০ সেকেন্ড সময়সীমায় সীমিত কিছু ব্যবহারকারীকে অডিও বার্তা রেকর্ড ও পাঠানোর সুযোগ করে দিয়েছে ফিচারটি।