বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট রিয়েলিটি শো
বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প। দেশি ও বিদেশি স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন বা উদ্ভাবনী স্টার্টআপ খুঁজে বের করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আইডিয়া প্রকল্প আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’।
এ আয়োজনের একটি বড় আকর্ষণ হলো ১৩ পর্বের একটি শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো বিগ ২০২১। স্টার্টআপদের নিয়ে আইসিটি বিভাগের এ রিয়েলিটি শোতে প্রতিযোগীরা মুখোমুখি হবেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত বিজনেস আইকনদের, যারা বিচারক হিসাবে উপস্থিত থেকে প্রতিটি পর্ব থেকে বাছাই করবেন দুটি করে স্টার্টআপ। এ আয়োজনে ৬৫টি স্টার্টআপ থেকে ২৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে। পরবর্তীতে এদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত ১০টি এবং আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত পোর্টফলিও স্টার্টআপের সেরা আরও ১০টি স্টার্টআপ অর্থাৎ সবমিলিয়ে দেশি-বিদেশি ৪৬টি স্টার্টআপকে নিয়ে হবে ‘বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে’।
সবশেষে, সেরাদের সেরা একটি বিজয়ী স্টার্টআপ অনুদান হিসাবে পাবে ১ লাখ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার। ‘বিগ ২০২১’ এ প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭ হাজারের অধিক উদ্যোক্তা, উদ্ভাবক ও স্টার্টআপ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাদের মধ্য থেকে সেরা ৬৫টি স্টার্টআপকে নিয়ে আয়োজিত হচ্ছে এ রিয়েলিটি শো। এ রিয়েলিটি শো থেকে নির্বাচিত সেরা ২৬টি স্টার্টআপ পাবে ১০ লাখ টাকা করে ‘গ্র্যান্ট’ ও পাশাপাশি দেওয়া হবে ‘বিগ ২০২১’-এর ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন। শুধু রিয়েলিটি শোর মাধ্যমে সেরা ২৬ স্টার্টআপকে দেওয়া হবে ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান। এ ছাড়াও বিগ ২০২১-এর আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০টি স্টার্টআপকেও ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার সমমানের ‘গ্র্যান্ট’ প্রদান করবে বিগ ২০২১-এর আয়োজক কর্তৃপক্ষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট রিয়েলিটি শো
বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প। দেশি ও বিদেশি স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন বা উদ্ভাবনী স্টার্টআপ খুঁজে বের করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আইডিয়া প্রকল্প আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’।
এ আয়োজনের একটি বড় আকর্ষণ হলো ১৩ পর্বের একটি শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো বিগ ২০২১। স্টার্টআপদের নিয়ে আইসিটি বিভাগের এ রিয়েলিটি শোতে প্রতিযোগীরা মুখোমুখি হবেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত বিজনেস আইকনদের, যারা বিচারক হিসাবে উপস্থিত থেকে প্রতিটি পর্ব থেকে বাছাই করবেন দুটি করে স্টার্টআপ। এ আয়োজনে ৬৫টি স্টার্টআপ থেকে ২৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে। পরবর্তীতে এদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত ১০টি এবং আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত পোর্টফলিও স্টার্টআপের সেরা আরও ১০টি স্টার্টআপ অর্থাৎ সবমিলিয়ে দেশি-বিদেশি ৪৬টি স্টার্টআপকে নিয়ে হবে ‘বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে’।
সবশেষে, সেরাদের সেরা একটি বিজয়ী স্টার্টআপ অনুদান হিসাবে পাবে ১ লাখ ইউএস ডলার সমমূল্যের অর্থ পুরস্কার। ‘বিগ ২০২১’ এ প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭ হাজারের অধিক উদ্যোক্তা, উদ্ভাবক ও স্টার্টআপ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাদের মধ্য থেকে সেরা ৬৫টি স্টার্টআপকে নিয়ে আয়োজিত হচ্ছে এ রিয়েলিটি শো। এ রিয়েলিটি শো থেকে নির্বাচিত সেরা ২৬টি স্টার্টআপ পাবে ১০ লাখ টাকা করে ‘গ্র্যান্ট’ ও পাশাপাশি দেওয়া হবে ‘বিগ ২০২১’-এর ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন। শুধু রিয়েলিটি শোর মাধ্যমে সেরা ২৬ স্টার্টআপকে দেওয়া হবে ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান। এ ছাড়াও বিগ ২০২১-এর আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০টি স্টার্টআপকেও ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার সমমানের ‘গ্র্যান্ট’ প্রদান করবে বিগ ২০২১-এর আয়োজক কর্তৃপক্ষ।