ক্রিপ্টোকারেন্সি প্রচারণা নিয়ন্ত্রণে স্পেন
ইনফ্লুয়েন্সারদের লাগামহীন ক্রিপ্টোকারেন্সি প্রচারণা নিয়ন্ত্রণে আনতে তৎপর হচ্ছে স্পেন কর্তৃপক্ষ। আগ্রহী ক্রিপ্টো বিনিয়োগকারীদের এই খাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করতে বড় পরিসরে প্রচারণা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় শেয়ারবাজারে পর্যবেক্ষক সংস্থাকে। মূলধারার অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টদের নজর কেড়েছে ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি বাজার। এই প্রযুক্তিকেন্দ্রিক আর্থিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে মূলধারার লেনদেনে ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে শঙ্কিত তারা। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্পেন সরকার-ডিজিটাল সম্পদ দিয়ে প্রচারণা চালানোর লক্ষ্য এক লাখ মানুষের বেশি হলেই অন্তত ১০ দিন আগে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা ‘সিএনএমভি’-কে জানান দিতে হবে বিজ্ঞাপনদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। নতুন নীতিমালা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সব ধরনের ক্রিপ্টো সম্পদের প্রচারণার উপর কাছ থেকে নজর রাখবে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা। এ ধরনের বিনিয়োগ প্রশ্নে প্রয়োজনে সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে দেবে সংস্থাটি।
সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যা এক লাখের বেশি এমন ইনফ্লুয়েন্সারদের ওপর কার্যকর হবে নতুন নীতিমালা। অর্থের বিনিময়ে কোনো ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের বিজ্ঞাপন প্রচারণায় অংশ নিলে বাজার পর্যবেক্ষক সংস্থাকে আগেভাগেই জানান দিতে বাধ্য থাকবেন তারাও।
গেল বছরের নভেম্বর মাসে ফুটবল তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে কড়া ভাষায় শাষিয়েছিল সিএনএমভি। নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফরম বাইন্যান্স নিয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগ করার আগে এবং অন্যদের বিনিয়োগের পরামর্শ দেওয়ার আগে তার নিজের এই বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন-ইনিয়েস্তার প্রতি এমনি ছিল সিএনএমভি’র বক্তব্য।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্রিপ্টোকারেন্সি প্রচারণা নিয়ন্ত্রণে স্পেন
ইনফ্লুয়েন্সারদের লাগামহীন ক্রিপ্টোকারেন্সি প্রচারণা নিয়ন্ত্রণে আনতে তৎপর হচ্ছে স্পেন কর্তৃপক্ষ। আগ্রহী ক্রিপ্টো বিনিয়োগকারীদের এই খাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করতে বড় পরিসরে প্রচারণা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় শেয়ারবাজারে পর্যবেক্ষক সংস্থাকে। মূলধারার অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টদের নজর কেড়েছে ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি বাজার। এই প্রযুক্তিকেন্দ্রিক আর্থিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে মূলধারার লেনদেনে ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে শঙ্কিত তারা। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্পেন সরকার-ডিজিটাল সম্পদ দিয়ে প্রচারণা চালানোর লক্ষ্য এক লাখ মানুষের বেশি হলেই অন্তত ১০ দিন আগে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা ‘সিএনএমভি’-কে জানান দিতে হবে বিজ্ঞাপনদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। নতুন নীতিমালা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সব ধরনের ক্রিপ্টো সম্পদের প্রচারণার উপর কাছ থেকে নজর রাখবে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা। এ ধরনের বিনিয়োগ প্রশ্নে প্রয়োজনে সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে দেবে সংস্থাটি।
সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যা এক লাখের বেশি এমন ইনফ্লুয়েন্সারদের ওপর কার্যকর হবে নতুন নীতিমালা। অর্থের বিনিময়ে কোনো ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের বিজ্ঞাপন প্রচারণায় অংশ নিলে বাজার পর্যবেক্ষক সংস্থাকে আগেভাগেই জানান দিতে বাধ্য থাকবেন তারাও।
গেল বছরের নভেম্বর মাসে ফুটবল তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে কড়া ভাষায় শাষিয়েছিল সিএনএমভি। নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফরম বাইন্যান্স নিয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগ করার আগে এবং অন্যদের বিনিয়োগের পরামর্শ দেওয়ার আগে তার নিজের এই বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন-ইনিয়েস্তার প্রতি এমনি ছিল সিএনএমভি’র বক্তব্য।