অ্যাকটিভিশন ব্লিজার্ড মাইক্রোসফটের ঘরে
জনপ্রিয় গেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনছে মাইক্রোসফট। গেম খেলতে পছন্দ করেন কিন্তু ক্যান্ডি ক্র্যাশের বাঁ কল অব ডিউটির নাম শুনেননি এমনটা পাওয়া যায় না। এ দুই গেমসহ বেশ জনপ্রিয় গেম নির্মাতা কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড।
জানা গেছে, মেটাভার্সের দৌড়ে নিজেদের এগিয়ে নিতে অ্যাকটিভিশন ব্লিজার্ডকে কিনতে সফটওয়্যার জায়ান্টটিকে ৬ হাজার ৮৭০ কোটি ডলার খরচ করতে হবে। ৪৬ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে মাইক্রাসফট। আগামী বছরের মধ্যে অ্যাকিটভিশন ব্লিজার্ডের ৯৫ শতাংশ শেয়ার কিনবে মাইক্রোসফট। তবে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কোটিক দায়িত্ব হারাচ্ছেন না। তিনি মাইক্রোসফটের গেমিং বিভাগের প্রধান নির্বাহী ফিল স্পেন্সারের নেতৃত্বে অ্যাকটিভিশন ব্লিজার্ড পরিচালনা করবেন। উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী প্রতি মাসে প্রায় ৪০ কোটি মানুষ নিয়মিত অ্যাকটিভিশন ব্লিজার্ডের গেম খেলে থাকেন। শিগ্গির তারা মাইক্রোসফটের গ্রাহকে পরিণত হবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অ্যাকটিভিশন ব্লিজার্ড মাইক্রোসফটের ঘরে
জনপ্রিয় গেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনছে মাইক্রোসফট। গেম খেলতে পছন্দ করেন কিন্তু ক্যান্ডি ক্র্যাশের বাঁ কল অব ডিউটির নাম শুনেননি এমনটা পাওয়া যায় না। এ দুই গেমসহ বেশ জনপ্রিয় গেম নির্মাতা কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড।
জানা গেছে, মেটাভার্সের দৌড়ে নিজেদের এগিয়ে নিতে অ্যাকটিভিশন ব্লিজার্ডকে কিনতে সফটওয়্যার জায়ান্টটিকে ৬ হাজার ৮৭০ কোটি ডলার খরচ করতে হবে। ৪৬ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে মাইক্রাসফট। আগামী বছরের মধ্যে অ্যাকিটভিশন ব্লিজার্ডের ৯৫ শতাংশ শেয়ার কিনবে মাইক্রোসফট। তবে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কোটিক দায়িত্ব হারাচ্ছেন না। তিনি মাইক্রোসফটের গেমিং বিভাগের প্রধান নির্বাহী ফিল স্পেন্সারের নেতৃত্বে অ্যাকটিভিশন ব্লিজার্ড পরিচালনা করবেন। উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী প্রতি মাসে প্রায় ৪০ কোটি মানুষ নিয়মিত অ্যাকটিভিশন ব্লিজার্ডের গেম খেলে থাকেন। শিগ্গির তারা মাইক্রোসফটের গ্রাহকে পরিণত হবেন।