টিকটকেও আসতে পারে ‘পেইড সাবস্ক্রিপশন
ছোট ভিডিও তৈরির প্লাটফরম টিকটকে ‘পেইড সাবস্ক্রিপশন’ সেবা সমর্থনের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এ সেবায় নিজস্ব কনটেন্টের দর্শনী হিসাবে দর্শকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ পাবেন কনটেন্ট নির্মাতারা। তবে পরীক্ষামূলক ফিচারটি কবে নাগাদ সব নির্মাতার নাগালে আসবে, পরীক্ষামূলক কার্যক্রমে কোন নির্মাতারা অংশ নিচ্ছেন, বা এর লেনদেন কাঠামো কেমন হবে, সে প্রসঙ্গে মুখ খোলেনি টিকটক কর্তৃপক্ষ।
টিকটক পেইড সাবস্ক্রিপশন নিয়ে ‘পরীক্ষা চালাচ্ছে’ বলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে পাঠানো এক ই-মেইলে নিশ্চিত করেছেন টিকটক মুখপাত্র জ্যাকারি কাইজার। টিকটক ‘সব সময়ই নিজস্ব কমিউনিটিতে আরও মূল্য যোগ করার এবং টিকটকের অভিজ্ঞতাকে আরও উন্নত করার নতুন উপায় নিয়ে ভাবছে’-দাবি ওই মুখপাত্রের।
ফিচারটি চালু হলে নিজস্ব কনটেন্টের আর্থিক মূল্যায়নের নতুন প্রক্রিয়া পাবেন নির্মাতারা। অল্প সংখ্যক ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষা চালানোর পর গেল বছরের ডিসেম্বরে নিজস্ব ‘ক্রিয়েটর নেক্সট হাব’ এবং ‘টিপিং’ ফিচার চালু করেছে টিকটক। দুটি ফিচার থেকেই আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে কনটেন্ট নির্মাতাদের।
তবে টিকটক নিজস্ব ব্যবসা কাঠামোতে ঠিক কীভাবে সরাসরি নির্মাতাদের সঙ্গে লেনদেনের ফিচার যোগ করবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে টিকটককে সাফল্য এনে দিয়েছে এর অ্যালগরিদম। ব্যবহারকারীর ‘ফর ইউ’ পেজে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসে অ্যালগরিদমটি। নতুন দর্শকের কাছে পৌঁছানো ও তাদের গ্রাহকে পরিণত করার জন্য এ প্রচার কৌশলটি কনটেন্ট নির্মাতাদের জন্য বেশ সুবিধাজনক। তবে নির্মাতারা যদি ‘পেইড সাবস্ক্রাইবার’দের জন্য তাদের সেরা কনটেন্টগুলো আলাদা করে রাখেন তাহলে অ্যালগরিদমের অংশ হবে না ওই কনটেন্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টিকটকেও আসতে পারে ‘পেইড সাবস্ক্রিপশন
ছোট ভিডিও তৈরির প্লাটফরম টিকটকে ‘পেইড সাবস্ক্রিপশন’ সেবা সমর্থনের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এ সেবায় নিজস্ব কনটেন্টের দর্শনী হিসাবে দর্শকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ পাবেন কনটেন্ট নির্মাতারা। তবে পরীক্ষামূলক ফিচারটি কবে নাগাদ সব নির্মাতার নাগালে আসবে, পরীক্ষামূলক কার্যক্রমে কোন নির্মাতারা অংশ নিচ্ছেন, বা এর লেনদেন কাঠামো কেমন হবে, সে প্রসঙ্গে মুখ খোলেনি টিকটক কর্তৃপক্ষ।
টিকটক পেইড সাবস্ক্রিপশন নিয়ে ‘পরীক্ষা চালাচ্ছে’ বলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে পাঠানো এক ই-মেইলে নিশ্চিত করেছেন টিকটক মুখপাত্র জ্যাকারি কাইজার। টিকটক ‘সব সময়ই নিজস্ব কমিউনিটিতে আরও মূল্য যোগ করার এবং টিকটকের অভিজ্ঞতাকে আরও উন্নত করার নতুন উপায় নিয়ে ভাবছে’-দাবি ওই মুখপাত্রের।
ফিচারটি চালু হলে নিজস্ব কনটেন্টের আর্থিক মূল্যায়নের নতুন প্রক্রিয়া পাবেন নির্মাতারা। অল্প সংখ্যক ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষা চালানোর পর গেল বছরের ডিসেম্বরে নিজস্ব ‘ক্রিয়েটর নেক্সট হাব’ এবং ‘টিপিং’ ফিচার চালু করেছে টিকটক। দুটি ফিচার থেকেই আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে কনটেন্ট নির্মাতাদের।
তবে টিকটক নিজস্ব ব্যবসা কাঠামোতে ঠিক কীভাবে সরাসরি নির্মাতাদের সঙ্গে লেনদেনের ফিচার যোগ করবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে টিকটককে সাফল্য এনে দিয়েছে এর অ্যালগরিদম। ব্যবহারকারীর ‘ফর ইউ’ পেজে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসে অ্যালগরিদমটি। নতুন দর্শকের কাছে পৌঁছানো ও তাদের গ্রাহকে পরিণত করার জন্য এ প্রচার কৌশলটি কনটেন্ট নির্মাতাদের জন্য বেশ সুবিধাজনক। তবে নির্মাতারা যদি ‘পেইড সাবস্ক্রাইবার’দের জন্য তাদের সেরা কনটেন্টগুলো আলাদা করে রাখেন তাহলে অ্যালগরিদমের অংশ হবে না ওই কনটেন্ট।