ভারত-বাংলাদেশ অ্যাডুট্রেইনমেন্ট সেন্টার করবে আইসিটি বিভাগ
আইটি ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবার দেশজুড়ে ৫০টি বাংলাদেশ-ভারত অ্যাডুট্রেইনমেন্ট সার্ভিস সেন্টার স্থাপন করবে আইসিটি বিভাগ। যেখানে থাকবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান কার্যক্রম এবং মুভি দেখার থিয়েটার। দিনে চলবে স্কুল এবং রাতে দেখানো হবে মুভি।
শিক্ষাকার্যক্রমকে আনন্দদায়ক করতে এ কাজে বাংলাদেশকে ৫০ কোটি টাকা দেবে ভারত সরকার। আর বাংলাদেশ বিনিয়োগ করবে দেড় থেকে ২০০ কোটি টাকা। সোমবার রাজধানীর আগারগাঁও এ আইসিটি বিভাগের সম্মেলন কেন্দ্রে এ বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ ছাড়াও চুক্তি হয়েছে সাইবার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার। এর মাধ্যমে ভারতের খড়গপুরের আইআইটি ইন্ডিয়াতে বাংলাদেশের ৩২ হাজার পেশাদারকে দেওয়া হবে প্রশিক্ষণ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর উপস্থিতিতে এসব চুক্তি হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারত-বাংলাদেশ অ্যাডুট্রেইনমেন্ট সেন্টার করবে আইসিটি বিভাগ
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবার দেশজুড়ে ৫০টি বাংলাদেশ-ভারত অ্যাডুট্রেইনমেন্ট সার্ভিস সেন্টার স্থাপন করবে আইসিটি বিভাগ। যেখানে থাকবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান কার্যক্রম এবং মুভি দেখার থিয়েটার। দিনে চলবে স্কুল এবং রাতে দেখানো হবে মুভি।
শিক্ষাকার্যক্রমকে আনন্দদায়ক করতে এ কাজে বাংলাদেশকে ৫০ কোটি টাকা দেবে ভারত সরকার। আর বাংলাদেশ বিনিয়োগ করবে দেড় থেকে ২০০ কোটি টাকা। সোমবার রাজধানীর আগারগাঁও এ আইসিটি বিভাগের সম্মেলন কেন্দ্রে এ বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ ছাড়াও চুক্তি হয়েছে সাইবার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার। এর মাধ্যমে ভারতের খড়গপুরের আইআইটি ইন্ডিয়াতে বাংলাদেশের ৩২ হাজার পেশাদারকে দেওয়া হবে প্রশিক্ষণ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর উপস্থিতিতে এসব চুক্তি হয়েছে।