পার্কিং স্পটে জেমস ওয়েব টেলিস্কোপ
পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে তার মহাজাগতিক পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এতে মহাবিশ্বের রহস্য উদঘাটনে জেমস ওয়েব তার মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। নাসা সোমবার (২৪ জানুয়ারি) এ কথা জানায়। ইস্টার্ন টাইম দুপুর ২টার (১৯০০ জিএমটি) দিকে অবজারভেটরি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা এল-২ তে পৌঁছানোর জন্য থ্রাস্টারগুলো ৫ মিনিটের জন্য চালু করে।
থ্রাস্টার ওয়েবের গতি ঘণ্টায় ৩.৬ মাইল (সেকেন্ডে ১.৬ মিটার) বাড়িয়ে দেবে, যা ওয়েব টেলিস্কোপটিকে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে ত্রিমাত্রিক কক্ষপথ ‘হ্যালো’ এল-২ তে স্থাপন করবে। টেলিস্কোপটি মহাকাশে প্রতিস্থাপনে সাফল্যের ঘোষণা দিয়ে নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়েব, ওয়েলকাম হোম!’ ওয়েব গ্রীষ্ম নাগাদ তার সায়েন্টিফিক মিশন শুরু করবে, হাই রেজুলেশন ইফারেড লাইট ব্যবহার করে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের ১৩.৫ বিলিয়ন বছর পেছনের দিকে ফিরে তাকাবে এবং প্রথম প্রজন্মের গ্যালাক্সির গঠন প্রক্রিয়ার রহস্য উন্মোচন করবে। প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হবে। হাবলে যা দেখা সম্ভব হয়নি, ওয়েব টেলিস্কোপ মানুষের সামনে সেই অজানা রহস্য হাজির করবে। আজকে পর্যন্ত যা কখনোই মানুষের দৃষ্টিতে ধরা দেয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পার্কিং স্পটে জেমস ওয়েব টেলিস্কোপ
পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে তার মহাজাগতিক পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এতে মহাবিশ্বের রহস্য উদঘাটনে জেমস ওয়েব তার মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। নাসা সোমবার (২৪ জানুয়ারি) এ কথা জানায়। ইস্টার্ন টাইম দুপুর ২টার (১৯০০ জিএমটি) দিকে অবজারভেটরি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা এল-২ তে পৌঁছানোর জন্য থ্রাস্টারগুলো ৫ মিনিটের জন্য চালু করে।
থ্রাস্টার ওয়েবের গতি ঘণ্টায় ৩.৬ মাইল (সেকেন্ডে ১.৬ মিটার) বাড়িয়ে দেবে, যা ওয়েব টেলিস্কোপটিকে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে ত্রিমাত্রিক কক্ষপথ ‘হ্যালো’ এল-২ তে স্থাপন করবে। টেলিস্কোপটি মহাকাশে প্রতিস্থাপনে সাফল্যের ঘোষণা দিয়ে নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়েব, ওয়েলকাম হোম!’ ওয়েব গ্রীষ্ম নাগাদ তার সায়েন্টিফিক মিশন শুরু করবে, হাই রেজুলেশন ইফারেড লাইট ব্যবহার করে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের ১৩.৫ বিলিয়ন বছর পেছনের দিকে ফিরে তাকাবে এবং প্রথম প্রজন্মের গ্যালাক্সির গঠন প্রক্রিয়ার রহস্য উন্মোচন করবে। প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হবে। হাবলে যা দেখা সম্ভব হয়নি, ওয়েব টেলিস্কোপ মানুষের সামনে সেই অজানা রহস্য হাজির করবে। আজকে পর্যন্ত যা কখনোই মানুষের দৃষ্টিতে ধরা দেয়নি।