নেদারল্যান্ডসে অ্যাপলকে জরিমানা
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ৫৬ লাখ ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের বাজার নিয়ন্ত্রক সংস্থা অথরিটি ফর কনজ্যুমারস অ্যান্ড মার্কেটস (এসিএম)। ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ না দেওয়ার কারণে এ জরিমানা করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি অ্যাপল জানিয়েছিল যে, এসিএমের দেয়া আদেশ তারা বাস্তবায়ন করেছে। তবে সোমবার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, অ্যাপল সেটি করেনি। একাধিক পয়েন্টে শর্তাবলি পূরণ করতে ব্যর্থ হয়েছে অ্যাপল-এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে এসিএম।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে বড় বিষয় হলো অ্যাপল তাদের শর্তাবলি সংশোধন করতে ব্যর্থ হয়েছে। ফলে ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভিন্ন পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেনি। এর ফলে, ডেটিং অ্যাপ সেবাদাতারা তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে’।
তাৎক্ষণিকভাবে অ্যাপল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এসিএমের ডিসেম্বরের নির্দেশের বিপক্ষে আপিল করবে অ্যাপল।এসিএম জানিয়েছে, জরিমানা বিষয়ে অ্যাপলকে জানানো হয়েছে। যদি কোম্পানি শর্তাবলি মেনে না নেয় তাহলে প্রতি সপ্তাহে ৫ থেকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেদারল্যান্ডসে অ্যাপলকে জরিমানা
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ৫৬ লাখ ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের বাজার নিয়ন্ত্রক সংস্থা অথরিটি ফর কনজ্যুমারস অ্যান্ড মার্কেটস (এসিএম)। ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ না দেওয়ার কারণে এ জরিমানা করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি অ্যাপল জানিয়েছিল যে, এসিএমের দেয়া আদেশ তারা বাস্তবায়ন করেছে। তবে সোমবার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, অ্যাপল সেটি করেনি। একাধিক পয়েন্টে শর্তাবলি পূরণ করতে ব্যর্থ হয়েছে অ্যাপল-এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে এসিএম।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে বড় বিষয় হলো অ্যাপল তাদের শর্তাবলি সংশোধন করতে ব্যর্থ হয়েছে। ফলে ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভিন্ন পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেনি। এর ফলে, ডেটিং অ্যাপ সেবাদাতারা তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে’।
তাৎক্ষণিকভাবে অ্যাপল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এসিএমের ডিসেম্বরের নির্দেশের বিপক্ষে আপিল করবে অ্যাপল।এসিএম জানিয়েছে, জরিমানা বিষয়ে অ্যাপলকে জানানো হয়েছে। যদি কোম্পানি শর্তাবলি মেনে না নেয় তাহলে প্রতি সপ্তাহে ৫ থেকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হবে।