ডুয়াল ব্যান্ড রাউটার
নতুন মডেলের ওয়াইফাই রাউটার বাজারে এনেছে দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআর১৫ (ডজ১৫) মডেলের নতুন রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। ১২০০ এমবিপিএস স্পিডের এ রাউটারটি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডে ৮৬৭ এমবিপিএস পর্যন্ত স্পিড দিতে সক্ষম।
প্রতিষ্ঠানটির ডিএমডি মো. লিয়াকত আলী জানান, রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই (৫ dBi) এন্টেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়্যারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এ ছাড়া রয়েছে ওমনিডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিস সবখানেই শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট (MU,MIMO) প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস কোনো বিরতি ছাড়াই দ্রুত রাউটারটিতে সংযুক্ত হতে পারবে। মুক্ত স্থানে ২.৪ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি ১৪০০, ১৬০০ স্কয়ার ফুট পর্যন্ত জায়গায় ওয়াইফাই কাভারেজ দিতে সক্ষম। ৫ গিগাহার্জ ব্যান্ডে এ কাভারেজ ৭০০, ৮০০ স্কয়ার ফুট পর্যন্ত পাওয়া যাবে। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৭৫০ টাকায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডুয়াল ব্যান্ড রাউটার
নতুন মডেলের ওয়াইফাই রাউটার বাজারে এনেছে দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআর১৫ (ডজ১৫) মডেলের নতুন রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। ১২০০ এমবিপিএস স্পিডের এ রাউটারটি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডে ৮৬৭ এমবিপিএস পর্যন্ত স্পিড দিতে সক্ষম।
প্রতিষ্ঠানটির ডিএমডি মো. লিয়াকত আলী জানান, রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই (৫ dBi) এন্টেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়্যারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এ ছাড়া রয়েছে ওমনিডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিস সবখানেই শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট (MU,MIMO) প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস কোনো বিরতি ছাড়াই দ্রুত রাউটারটিতে সংযুক্ত হতে পারবে। মুক্ত স্থানে ২.৪ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি ১৪০০, ১৬০০ স্কয়ার ফুট পর্যন্ত জায়গায় ওয়াইফাই কাভারেজ দিতে সক্ষম। ৫ গিগাহার্জ ব্যান্ডে এ কাভারেজ ৭০০, ৮০০ স্কয়ার ফুট পর্যন্ত পাওয়া যাবে। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৭৫০ টাকায়।