উইন্ডোজে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপস
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ তে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর জন্য আর বেটা সংস্করণ ব্যবহারের প্রয়োজন নেই। ফেব্রুয়ারিতে উইন্ডোজ ১১ পাবলিক প্রিভিউ প্রকাশ হবে, আর তাতেই মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপস। সফটওয়্যার জায়ান্টটি অবশ্য কতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করবে সেটি এখনো প্রকাশ করেনি। তবে অ্যামাজন অ্যাপ স্টোরে যেগুলো পাওয়া যায় সেগুলোর দেখা মিলবে এটি অনেকটাই নিশ্চিত। উইন্ডোজ ১১-এর প্রিভিউ সংস্করণও বেশ কার্যকরী হবে। এ সংস্করণে টাস্কবার উন্নত করা হতে পারে। এ ছাড়া আসতে পারে কল মিউট নিয়ন্ত্রণ সুবিধা, সহজে উইন্ডো শেয়ারিং এবং আবহাওয়ার তথ্য। মিডিয়া প্লেয়ার এবং নোটপ্যাড অ্যাপসেরও নতুন ডিজাইন করেছে মাইক্রোসফট। চলতি বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ১১-এর ফ্রি সংস্করণ আপগ্রেডের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হলেও সেটি খুব শিগগির হতে পারে। ফলে তুলনামূলকভাবে দ্রুততম সময়ে আপগ্রেড করা না হলে পরবর্তীতে আপগ্রেড করতে ফি পরিশোধের প্রয়োজন হতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উইন্ডোজে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপস
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ তে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর জন্য আর বেটা সংস্করণ ব্যবহারের প্রয়োজন নেই। ফেব্রুয়ারিতে উইন্ডোজ ১১ পাবলিক প্রিভিউ প্রকাশ হবে, আর তাতেই মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপস। সফটওয়্যার জায়ান্টটি অবশ্য কতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করবে সেটি এখনো প্রকাশ করেনি। তবে অ্যামাজন অ্যাপ স্টোরে যেগুলো পাওয়া যায় সেগুলোর দেখা মিলবে এটি অনেকটাই নিশ্চিত। উইন্ডোজ ১১-এর প্রিভিউ সংস্করণও বেশ কার্যকরী হবে। এ সংস্করণে টাস্কবার উন্নত করা হতে পারে। এ ছাড়া আসতে পারে কল মিউট নিয়ন্ত্রণ সুবিধা, সহজে উইন্ডো শেয়ারিং এবং আবহাওয়ার তথ্য। মিডিয়া প্লেয়ার এবং নোটপ্যাড অ্যাপসেরও নতুন ডিজাইন করেছে মাইক্রোসফট। চলতি বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ১১-এর ফ্রি সংস্করণ আপগ্রেডের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হলেও সেটি খুব শিগগির হতে পারে। ফলে তুলনামূলকভাবে দ্রুততম সময়ে আপগ্রেড করা না হলে পরবর্তীতে আপগ্রেড করতে ফি পরিশোধের প্রয়োজন হতে পারে।