একবার স্মার্টফোন চার্জে কত খরচ!
প্রযুক্তি অগ্রগতির এ সময়ে সবকিছুই যেন হাতে থাকা স্মার্টফোনকেন্দ্রিক। তাইতো এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে সারাক্ষণ ফোন চালিয়েও এর আয়ু ধরে রাখতে রিচার্জ করার প্রয়োজন পড়ে।
দিনে অনেকে একবার স্মার্টফোন চার্জ দেন, আবার অনেকে দুই থেকে তিনবারও দেন। তবে স্মার্টফোনের চার্জ নির্ভর করে এর ব্যাটারির ওপর। তবে জানেন কি স্মার্টফোন একবার চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
বর্তমানে অধিকাংশ ফোনে অত্যন্ত ক্ষমতাশালী ব্যাটারি দেওয়া হলেও অনেক ফোনে সাধারণ কম ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়। এর ফলে খুব অল্প সময়েই চার্জ শেষ হয়ে যায়।
যেসব ফোনে কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়, সেসব ফোনে একাধিকবার চার্জ দিতে হয়। অনেকেই হয়তো জানেন না, প্রতিবার চার্জিংয়ের ক্ষেত্রে ঠিক কত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়।
বিদ্যুৎ খরচের বিষয়টি নির্ভর করে কী ধরনের চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করছেন। এ বিষয়ে লরেন্স বার্কলে ল্যাবের একটি প্রতিবেদনে দেখা যায়, যদি ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে দুই ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ।
অর্থাৎ যদি আপনি প্রতিদিন দুই ঘণ্টা করে নিজের ফোন চার্জ করেন, তাহলে সারা বছরে আপনার মোট দুই থেকে পাঁচ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ যদি সাত টাকা করে প্রতি ইউনিটের দাম হয়, তাহলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ১৪ থেকে ৩৫ টাকা।
অনেকেই সারারাত কিংবা দীর্ঘসময় ফোন চার্জে দিয়ে রাখেন। এতে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ বাড়বে। কারণ ফুল চার্জ হওয়ার পরেও বিদ্যুৎ গ্রহণ করে স্মার্টফোন। এভাবে ফোন চার্জিং সকেটের সঙ্গে লাগিয়ে রাখলে দুই থেকে চার ওয়াট বিদ্যুৎ খরচ বেশি হয় বলে জানা গেছে ওই প্রতিবেদনে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একবার স্মার্টফোন চার্জে কত খরচ!
প্রযুক্তি অগ্রগতির এ সময়ে সবকিছুই যেন হাতে থাকা স্মার্টফোনকেন্দ্রিক। তাইতো এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে সারাক্ষণ ফোন চালিয়েও এর আয়ু ধরে রাখতে রিচার্জ করার প্রয়োজন পড়ে।
দিনে অনেকে একবার স্মার্টফোন চার্জ দেন, আবার অনেকে দুই থেকে তিনবারও দেন। তবে স্মার্টফোনের চার্জ নির্ভর করে এর ব্যাটারির ওপর। তবে জানেন কি স্মার্টফোন একবার চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
বর্তমানে অধিকাংশ ফোনে অত্যন্ত ক্ষমতাশালী ব্যাটারি দেওয়া হলেও অনেক ফোনে সাধারণ কম ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়। এর ফলে খুব অল্প সময়েই চার্জ শেষ হয়ে যায়।
যেসব ফোনে কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়, সেসব ফোনে একাধিকবার চার্জ দিতে হয়। অনেকেই হয়তো জানেন না, প্রতিবার চার্জিংয়ের ক্ষেত্রে ঠিক কত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়।
বিদ্যুৎ খরচের বিষয়টি নির্ভর করে কী ধরনের চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করছেন। এ বিষয়ে লরেন্স বার্কলে ল্যাবের একটি প্রতিবেদনে দেখা যায়, যদি ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে দুই ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ।
অর্থাৎ যদি আপনি প্রতিদিন দুই ঘণ্টা করে নিজের ফোন চার্জ করেন, তাহলে সারা বছরে আপনার মোট দুই থেকে পাঁচ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ যদি সাত টাকা করে প্রতি ইউনিটের দাম হয়, তাহলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ১৪ থেকে ৩৫ টাকা।
অনেকেই সারারাত কিংবা দীর্ঘসময় ফোন চার্জে দিয়ে রাখেন। এতে কিন্তু আপনার বিদ্যুৎ খরচ বাড়বে। কারণ ফুল চার্জ হওয়ার পরেও বিদ্যুৎ গ্রহণ করে স্মার্টফোন। এভাবে ফোন চার্জিং সকেটের সঙ্গে লাগিয়ে রাখলে দুই থেকে চার ওয়াট বিদ্যুৎ খরচ বেশি হয় বলে জানা গেছে ওই প্রতিবেদনে।